Tokyo Paralympics 2020: প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারিলিম্পিক্সে পদক হরবিন্দরের
প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন ভারতীয় তারকা।
টোকিও: প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন ভারতীয় তারকা। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে টোকিওয় ব্রোঞ্জ পদক গলায় ঝোলান হরবিন্দর।
চলতি প্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের। তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরবিন্দর। ব্রোঞ্জের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কিম মিন সুইকে ৬-৫ ব্যবধানে হারান ভারতীয় খেলোয়াড়। হরবিন্দরের ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গেই চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা পৌঁছল ১৩-তে।
সেমিফাইনালে আমেরিকার কেভিন ম্য়াথের কাছে ৪-৬ এ হারেন হরবিন্দর। সেখানেই সোনা জয়ের আশা শেষ হলেও ব্রোঞ্জ পদকের সম্ভাবনা ছিলই। শেষ পর্যন্ত ব্রোঞ্জই জিতলেন তিনি। রুদ্ধশ্বাস ম্যাচে হরবিন্দর হারালেন কোরিয়ার নামী প্রতিপক্ষকে।
ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ার মিন সু কিমকে রোমাঞ্চকর শ্যুট অফে পরাজিত করেন ভারতীয় তিরন্দাজ। প্রথম সেট জিতে হরবিন্দর ২-০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় সেট জিতে কিম ২-২ সমতা ফেরান। তৃতীয় সেট জেতেন ভারতীয় তারকা এবং ৪-২ ব্যবধানে পিছনে ফেলে দেন কোরিয়ার প্রতিপক্ষকে। চতুর্থ সেট টাই হয়। ফলে দুই তিরন্দাজ ১ পয়েন্ট করে ভাগ করে নেন। চতুর্থ সেটের পর স্কোরলাইন দাঁড়ায় হরবিন্দরের পক্ষে ৫-৩। পঞ্চম তথা শেষ সেট জিতে ২ পয়েন্ট ঘরে তোলেন কিম এবং স্কোরলাইন ৫-৫ হয়ে যায়।
শ্যুট অফে অবশ্য স্নায়ুর চাপ সামলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন ভারতীয় তিরন্দাজ। শ্যুট অফের একটি তিরে হরবিন্দর ১০ পয়েন্ট সংগ্রহ করেন। কিম ৮ পয়েন্ট পান। ছেলেদের রিকার্ভ তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে হরবিন্দরের ব্রোঞ্জ জয় তাতেই নিশ্চিত হয়ে যায়।
এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। চলতি গেমসের দশম দিনে জোড়া পদক ভারতের। পুরুষদের টি-৬৪ হাইজাম্পে প্রবীণ কুমারের রুপো জয়ের পর এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন অবনী লেখারা। এবারের প্যারালিম্পিক্সে এর আগে সোনা জেতেন অবনী। ফের দেশকে পদক এনে দিলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সের একটি আসর থেকে একাধিক পদক জিতলেন এই তরুণী।