IPL 2025: অ্যান্ডারসনকে দেখে নিলামে নাম তুলতে চাইছেন ৫০ বছর বয়সি প্রাক্তন প্রোটিয়া তারকা
IPL Auction: মুম্বইয়ের জার্সিতে ২০১২ সালে তিনটি ম্য়াচ খেলেছিলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় প্রোটিয়া তারকা নিলামে নাম তোলার ইচ্ছে প্রকাশ করে পোস্ট করেছেন।
ডারবান: ৪২ বছর পেরিয়েও এখন আইপিএলে খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন জেমস অ্য়ান্ডারসন। নিজের নাম নিলামের তালিকায় নথিভুক্ত করেছেন কিংবদন্তি প্রাক্তন ইরেজ পেসার। এর আগে ২০১২ সালেও আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু সেবার কোনও দল তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। এখন দেখার এই মরশুমের জন্য অ্যান্ডারসনকে কেউ নেয় কি না। কিন্তু তাঁকে দেখে এবার আইপিএলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন প্রাক্তন প্রোটিয়া কিংবদন্তি। ৫০ বছরের প্রাক্তন তারকা ফের আইপিএলের মঞ্চ মাতাতে চান।
জানতে ইচ্ছে করছে তো? কে এই প্লেয়ার? ইনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্টাইলিস্ট ব্যাটার হার্সেল গিবস। ৫০ পেরনো গিবস চাইছেন অ্য়ান্ডারসনের মত তাঁর নামও নিলামের নথিভুক্ত করতে। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন গিবস। আইপিএলের প্রথম মরশুম থেকে ২০১০ পর্যন্ত ছিলেন ডেকান চার্জার্সের সদস্য হয়ে। এরপর মুম্বইয়ের জার্সিতে ২০১২ সালে তিনটি ম্য়াচ খেলেছিলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় গিবস নিলামে নাম তোলার ইচ্ছে প্রকাশ করে পোস্ট করেছেন।
I see @jimmy9 is up for grabs in the @ipl mega auction… should I join him 😂
— Herschelle Gibbs (@hershybru) November 15, 2024
উল্লেখ্যস আইপিএলের নিলামে অ্য়ান্ডারসন নিজের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ২৫ লক্ষ টাকা। কোনও এক ফ্র্যাঞ্চাইজি তাঁকে প্লেয়ার ও মেন্টর হিসেবে দলে নিতে পারে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪৪ ম্য়াচে ৪১ উইকেট ঝুলিতে পুরেছেন অ্য়ান্ডারসন।
এবারের আইপিএল নিলাম দুই দিন ধরে আয়োজিত হবে। ২৪ ও ২৫ তারিখ ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা দল তৈরি করার লক্ষ্যে ক্রিকেটারদের জন্য দর হাঁকাবে।
এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। তবে নিলামের মঞ্চে সবচেয়ে বেশি নজর থাকবে ঋষভ পন্থ, জস বাটলার, কাগিসো রাবাডার মত তারকা ক্রিকেটারদের দিকে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত সূর্যকুমারের