Hangzhou Asian Games: বাকি আর দেড়শো দিন, এশিয়ান গেমসে একশো পদক জেতার অঙ্গীকার
Asian Games 2022: দরজায় কড়া নাড়ছে এশিয়ান গেমস (Asian Games) ২০২২। এবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে গুয়াংঝৌতে। বুধবার থেকে শুরু হয়ে গেল কাউন্টডাউন। প্রতিযোগিতা শুরু হতে আর দেড়শো দিন বাকি।
নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে এশিয়ান গেমস (Asian Games) ২০২২ । এবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে গুয়াংঝৌতে। বুধবার থেকে শুরু হয়ে গেল কাউন্টডাউন। প্রতিযোগিতা শুরু হতে আর দেড়শো দিন বাকি । তার আগে নতুন একটি ক্যাম্পেন শুরু করল প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেল সোনি স্পোর্টস নেটওয়ার্ক। যে ক্যাম্পেনের নাম দেওয়া হয়েছে, 'ইস বার শ পার, ফির সে, হাম হোঙ্গে কামিয়াব'।
এই ক্যাম্পেনের স্লোগান থেকেই বোঝা যাচ্ছে, এশিয়ান গেমসে একশো পদক জয়কে পাখির চোখ করা হচ্ছে। ২০১৮ সালের এশিয়ান গেমস থেকে ৬৯টি পদক পেয়েছিল ভারত । সেটাই এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স । এবার একশো পদককে লক্ষ্য করা হচ্ছে ।
ভারতে এশিয়ান গেমসের সম্প্রচারকারী চ্যানেলের তরফে দুটি প্রেরণামূলক সিনেমা তৈরি করা হয়েছে । সেখানে রাজা রণধীর সিংহ ও আদিল সুমারিওয়ালা তাঁদের জীবনের নানা ঘটনা তুলে ধরে অ্যাথলিটদের উদ্বুদ্ধ করেছেন । অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার প্রাপ্ত রাজা রণধীর সিংহ বলেছেন, 'প্রথম এশিয়ান গেমস হয়েছিল ১৯৫১ সালে। এশিয়ায়, বিশেষ করে ভারতে মাল্টি স্পোর্টস কালচারের সেই পথ চলা শুরু । সেই সঙ্গে ২০২০ সালের টোকিও অলিম্পিক্স আমাদের নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছে যে, হাম হোঙ্গে কামিয়াব । সেই উদ্দীপনাকে সামনে রেখেই আমি বলব, এবারের এশিয়ান গেমসে আমরা একশো পদক জিতব। দেশের মানুষকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দেব।'
অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার পাওয়া আদিল সুমারিওয়ালা বলেছেন, 'ভারতের খেলাধুলোর ইতিহাসে ২০২০ সালের টোকিও অলিম্পিক্স চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রচুর অবিস্মরণীয় মুহূর্ত থেকে গিয়েছে। গোটা দেশ অ্যাথলিটদের পাশে দাঁড়িয়ে গিয়েছিল। আমার বিশ্বাস এশিয়ান গেমসে আমরা অনেক পদকই জিতব যার বেশিরভাগই হবে সোনার পদক।'
সবাই এককাট্টা, এবিপি লাইভের প্রশ্নে গুজরাতের সাফল্যের রহস্য ফাঁস করলেন রশিদ