![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022: সবাই এককাট্টা, এবিপি লাইভের প্রশ্নে গুজরাতের সাফল্যের রহস্য ফাঁস করলেন রশিদ
Rashid Khan in IPL 2022: টুর্নামেন্ট শুরুই হয়েছিল জয়ের হ্যাটট্রিক দিয়ে। পয়েন্ট টেবিলের ওপরের দিকেই রয়েছে গুজরাত টাইটান্স। এবারের আইপিএলেই যাদের অভিষেক হয়েছে। আর প্রথম পরিচয়েই নজর কেড়ে নিয়েছে তারা।
![IPL 2022: সবাই এককাট্টা, এবিপি লাইভের প্রশ্নে গুজরাতের সাফল্যের রহস্য ফাঁস করলেন রশিদ IPL 2022 Exclusive: Rashid Khan reveals atmosphere of new franchise Gujarat Titans in response to ABP LIVE's question IPL 2022: সবাই এককাট্টা, এবিপি লাইভের প্রশ্নে গুজরাতের সাফল্যের রহস্য ফাঁস করলেন রশিদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/13/04ac6fd1e43fd37265a994129a9f7966_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চার ম্যাচে তিন জয়। টুর্নামেন্ট শুরুই হয়েছিল জয়ের হ্যাটট্রিক দিয়ে। পয়েন্ট টেবিলের ওপরের দিকেই রয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এবারের আইপিএলেই (IPL) যাদের অভিষেক হয়েছে। আর প্রথম পরিচয়েই নজর কেড়ে নিয়েছে তারা।
আত্মবিশ্বাসী আফগান
এই সাফল্যের রসায়ন কী? এবিপি লাইভের প্রশ্নে গুজরাত টাইটান্সের সহ-অধিনায়ক তথা সেরা স্পিনার রশিদ খান (Rashid Khan) বললেন, 'আমার জন্য দল নতুন। অধিনায়ক নতুন। ফ্র্যাঞ্চাইজি নতুন। সবচেয়ে ভাল ব্যাপার হল প্রথম তিন ম্যাচ টানা জেতা। যা আমাদের দলের ছন্দ তৈরি করে দিয়েছে। সকলে প্রাণশক্তিতে ফুটছে। সবচেয়ে বড় কথা, টানা তিন জয় দলের সকলকে খুব কাছাকাছি এনে ফেলেছে। দলীয় সংহতি বেড়েছে। ছেলেরা সকলে নিজেদের সেরাটা দিতে ছটফট করছে। দলের মনোবল দারুণ জায়গায়। সকলে একে অপরকে সমর্থন করতে ও পাশে থাকতে বদ্ধপরিকর।'
অভিজ্ঞতাই অস্ত্র
রশিদ নিজেও বল হাতে ভেল্কি দেখাচ্ছেন। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনিই এখনও পর্যন্ত গুজরাতের সেরা বোলার। ওভার প্রতি খরচ করেছেন সাত রানেরও কম। আর এক উইকেট নিলেই আইপিএলে একশো শিকার হয়ে যাবে রশিদের। তাঁর কাছেও গুজরাত টাইটান্স নতুন দল। তার আগে আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সম্পূর্ণ নতুন দলে মানিয়ে নিতে সমস্যা হয়নি? এবিপি লাইভের প্রশ্নেই রশিদ বললেন, 'নতুন দল হলেও সকলেই অনেক দিন ধরে আইপিএল খেলছে। কোন পরিস্থিতিতে চাপ সামলে কীভাবে বেরিয়ে আসতে হয়, পারফর্ম করতে হয়, সকলেই তা জানে। নতুন দলে, নতুন পরিবেশে সকলে মানিয়ে নিয়েছে। সকলে উপভোগ করছে। নিজেদের প্রমাণ করতে মরিয়া।'
হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে পরাজয় হজম করতে হয়েছে গুজরাতকে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের জয়ের সরণিতে ফিরতে যে মরিয়া হার্দিক পাণ্ড্যরা, তা জানিয়ে দিয়েছেন রশিদ।
আরও পড়ুন: আইপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায় ? অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)