Cameron Green: পাখির চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অজি স্কোয়াডে ফেরার প্রস্তুতি শুরু গ্রিনের
Australia Cricket: সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামবেন গ্রিন। আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

সিডনি: চোটের জন্য বেশ কয়েক মাস ক্রিকেটের বাইরে তিনি। গত বর্ডার গাওস্কর ট্রফিতেও দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির অজি স্কোয়াডেও ছিলেন না। এবার চোট সারিয়ে ফের ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্য়ামেরন গ্রিন। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে গ্রিনকে। তবে সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামবেন গ্রিন। আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার আগে কাউন্টিতে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন দীর্ঘকায় এই অলরাউন্ডার।
গত সেপ্টেম্বর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন ডি কক। স্ট্রেস ফ্র্যাকচারের জন্য খেলা থেকে বিরতি নিয়েছিলেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে চিকিৎসকের অধীনে ছিলেন এতদিন। তবে বর্তমানে পুরো ফিট রয়েছেন। তিনি জানিয়েছেন যে শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলার সুযোগ পেলে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামতেন।
গ্রিন বলছেন, ''আমি বেশ ভালই ফিট এখন। শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলার জন্যও তৈরি ছিল। এখন আগের থেকে শারীরিকভাবে সুস্থ ও তরতাজা। আমাদের দলে এখন প্রথম জয়ে দুর্দান্ত কয়েকজন ম্য়াচ উইনার রয়েছেন। তবে এটাই তো হওয়া উচিৎ একটা বিশ্বমানের টেস্ট দলে।''
তরুণ অজি অলরাউন্ডার বলেন, ''আপনি অবশ্যই চাইবেন যে দলে একটা সুস্থ প্রতিযোগিতা থাকুক। ওটাই আমাদের দলে রয়েছে। গত মরশুমে আমাদের দল দারুণ খেলেছে। আমি নিজে খেলা উপভোগ করেছি মাঠের বাইরে থেকে। তবে একই সঙ্গে আপনি চাইবেন যে দলে ফিরে আসতে।''
View this post on Instagram
কেমন হল কেকেআর একাদশ মুম্বই ম্য়াচে
শেষ পর্যন্ত নারাইন ফিরলেন কেকেআরের একাদশে। মঈন আলির পরিবর্তে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে অবশ্য খোলামেলা জানিয়ে দিলেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিং করে নিতে চাইতেন।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা




















