Australia on IPL 2021: স্বস্তি শাহরুখ-প্রীতিদের, আইপিএলে খেলতে পারবেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারেরা
অস্ট্রেলিয়ার ২০ জন ও ইংল্যান্ডের ১৪ জন ক্রিকেটার আইপিএলের বিভিন্ন দলে খেলেন।
মুম্বই: অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশের আগে স্বস্তিতে শাহরুখ খান, প্রীতি জিন্টা-সহ ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ইংল্যান্ড এবং এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে কিনা, তা নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে ক্রিকেটারদের আইপিএল খেলায় ছাড় দিল দুই দেশের বোর্ড।
আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মরুদেশেই হবে সেই টুর্নামেন্ট। তার ঠিক আগে আইপিএল খেললে সেখানকার পরিবেশ, পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ পাবেন সমস্ত ক্রিকেটারেরাই। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের ছাড়পত্র দিয়ে দিয়েছিল। আর এবার ক্রিকেটারদের আইপিএল খেলার ছাড়পত্র দিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বোর্ড।
এই ছাড়পত্র পাওয়ায় খুশি ফ্র্যাঞ্চাইজিগুলিরও। তবে ক্রিকেটারেরা ব্যক্তিগত ভাবে রাজি হলে তবেই খেলতে দেখা যাবে তাঁদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফাইনাল পর্যন্ত অজি ও ইংরেজ ক্রিকেটারদের পেতে কোনও সমস্যা হবে না।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ২০ জন ও ইংল্যান্ডের ১৪ জন ক্রিকেটার আইপিএলের বিভিন্ন দলে খেলেন। জানা গিয়েছে, আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে শুক্রবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এ বার পুরো বিষয়টাই নির্ভর করছে ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর।
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, ফাইনাল পর্যন্ত এই দুই দেশের ক্রিকেটারদের পেতে কোনও সমস্যা হবে না। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘আমরা একটা ফোন পেয়েছি আইপিএলের কার্যালয় থেকে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ড বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের ছাড়তে তাদের কোনও সমস্যা নেই। তবে সবটাই নির্ভর করবে সেই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।’’
পঞ্জাব কিংসের তরফেও জানানো হয়েছে, তাদেরও দুই বোর্ডের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দলের ম্যানেজার এবার ক্রিকেটারদের সঙ্গে যোগযোগ করবেন।