Jay Shah meets Jason Warne: শেন ওয়ার্নের ভাইয়ের সঙ্গে দেখা করলেন জয় শাহ
Jay Shah: বিসিসিআই সচিব জয় শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন শেন ওয়ার্নের ভাই জেসন ওয়ার্ন। তাঁর পরনে ছিল পাঞ্জাবি। তাঁর সঙ্গে তোলা ছবি ট্যুইট করেছেন জয় শাহ।
মুম্বই: সদ্য প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) ভাই জেসন ওয়ার্নের (Jason Warne) সঙ্গে দেখা করলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর বাসভবনে যান শেন ওয়ার্নের ভাই। তাঁর সঙ্গে দেখা করার পর ট্যুইট করে বিসিসিআই সচিব জানিয়েছেন, ‘আমার বাড়িতে শেন ওয়ার্নের ছোট ভাই জেসন ওয়ার্নকে স্বাগত জানাতে পেরে এবং তাঁর সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। আমরা বিশ্ব ক্রিকেট, বিশেষ করে আইপিএল-এ ওয়ার্নির অবদানের বিষয়ে আলোচনা করছিলাম। তিনি যে উত্তরাধিকার রেখে গিয়েছেন, সে কথাও আমরা স্মরণ করেছি। আমার বাড়িতে আসার জন্য জেসনকে ধন্যবাদ।’
শেন ওয়ার্নকে শ্রদ্ধা
২০০৮ সালে প্রথম আইপিএল-এ (IPL) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেবার রাজস্থানই আইপিএল চ্যাম্পিয়ন হয়। এরপর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রাজস্থান। ৩০ এপ্রিল নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হয়। রাজস্থানের পাশাপাশি মুম্বইয়ের ক্রিকেটাররা এবং আম্পায়াররাও নীরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে শেন ওয়ার্নের ছবি।
তাইল্যান্ডে প্রয়াত শেন ওয়ার্ন
গত ৪ মার্চ তাইল্যান্ডে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন। তাঁর প্রয়াণের খবরে ক্রিকেটদুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। এই কিংবদন্তি স্পিনার বহু রেকর্ডের অধিকারী। প্রথম বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েন শেন ওয়ার্ন। তাঁর সেরা বল ১৯৯৩ সালের ৪ জুন ওল্ড ট্র্যাফোর্ডে। মাইক গ্যাটিংকে বোকা বানিয়ে বোল্ড করেন শেন ওয়ার্ন। গ্যাটিং তো বটেই, অনেকেই প্রথমে বুঝতে পারেননি ঠিক কী হল। এই বলটিকে ‘শতাব্দীর সেরা বল’ হিসেবে অভিহিত করা হয়।
ক্রিকেটজীবনে সচিন তেন্ডুলকরের সঙ্গে শেন ওয়ার্নের লড়াই ছিল অত্যন্ত আকর্ষণীয়। এই লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয় পেয়েছেন সচিন। তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল ছিল।