Bhuvneshwar Kumar: টেস্ট খেলতে চান না? জল্পনা ওড়ালেন ভুবনেশ্বর
সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা পেস অস্ত্র। এমনকী টি-টোয়েন্টিতেও তাঁর বোলিং পারফরম্যান্স ঈর্ষণীয়। তাঁর 'নাকল' বল সামলাতে হিমসিম খেতে হয় ব্যাটসম্যানদের।
নয়াদিল্লি: টেস্ট ক্রিকেট খেলতে চান না ভুবনেশ্বর কুমার?
সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা পেস অস্ত্র। এমনকী টি-টোয়েন্টিতেও তাঁর বোলিং পারফরম্যান্স ঈর্ষণীয়। তাঁর 'নাকল' বল সামলাতে হিমসিম খেতে হয় ব্যাটসম্যানদের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম সেরা ভরসা। অথচ সেই ভুবনেশ্বর কুমার নাকি টেস্ট ক্রিকেট খেলতে চান না, এমনই খবরে শোরগোল পড়ে গেল। যদিও এই খবরে প্রবল বিরক্তি প্রকাশ করেছেন ভুবি। তিনি জানিয়ে দিয়েছেন, তিন ধরনের ক্রিকেটের জন্যই প্রস্তুত।
আসন্ন ইংল্যান্ড সফরে ভুবনেশ্বর ভারতীয় দলে জায়গা পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। এদিকে, ভুবেনশ্বর কুমারের টেস্ট খেলার ইচ্ছে নেই বলে সংবাদ প্রকাশিত হয়। সেই জন্যই নাকি ইংল্যান্ড সফরকারি দলে রাখা হয়নি তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অনেকেই মনে করেছিলেন ভুবনেশ্বর কুমারকে প্রয়োজন। ইংল্যান্ডের আবহাওয়ায় তাঁর সুইং ভীষণ কার্যকরী হতে পারে বলেই ধারণা ছিল বিশেষজ্ঞদের।
শনিবার ভুবনেশ্বর নিজে ট্যুইট করে লিখেছেন, “আমার সম্পর্কে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে যে, আমি নাকি টেস্ট ক্রিকেট খেলতে চাই না। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, আমি ক্রিকেটের তিনটি ফর্ম্যাটের জন্যই নিজেকে সর্বদা প্রস্তুত রেখেছি। সূত্রের ভিত্তিতে পাওয়া খবর বা জল্পনা না লেখার পরামর্শ দিচ্ছি।”
২০১৪ সালের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ১৯টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। ব্যাট হাতে ৩টি হাফসেঞ্চুরিও করেছিলেন তিনি। সেই কথা মাথায় রেখেই তাঁকে দলে চাইছিলেন অনেকে। ইশান্ত শর্মা, মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের নিয়মিত তিন পেসার। প্রথম একাদশে বিকল্প হিসাবে রয়েছেন উমেশ যাদব। মহম্মদ সিরাজদের মতো তরুণ পেসাররাও রয়েছেন। ভুবনেশ্বরের ২১টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ৬৩টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ৫৫২ রানও রয়েছে তাঁর।