Chennai Super Kings: মিচেলের শটে ভেঙে চুরমার অনুরাগীর ফোন, পরিবর্তে নিজের ব্যবহারে মন জিতলেন সিএসকে তারকা
IPL 2024: চেন্নাই সুপার কিংস ৫ মার্চ ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেই ম্যাচের আগে ঘটনাটি ঘটে।
ধর্মশালা: অনুশীলন করার সময় এক পুল শট এবং তাতেই ভেঙে চুরমার ফোন। আহত হলেন স্ট্যান্ডে উপস্থিত সমর্থকও। তবে তারপরে যা ঘটল, তাতেই ব্যক্তি ড্যারেল মিচেলের (Daryl Mitchell) প্রশংসায় নেটপাড়া।
চেন্নাই সুপার কিংস ৫ মার্চ ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs CSK) এ মরশুমে আইপিএলের (IPL 2024) ৫৩তম ম্যাচে মাঠে নেমেছিল। সেই ম্যাচে মাঠে নামার আগে বাউন্ডারি লাইনের পাশেই অনুশীলন সারছিলেন সিএসকের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেল। নকিং করছিলেন তিনি। সেই ঘটনা বেশ আনন্দ সহকারে ফ্রেমবন্দি করছিলেন স্ট্যান্ডে উপস্থিত এক সমর্থক। ঠিক এমন সময়ই এক পুল শট সোজা গিয়ে সেই সমথর্কের ফোনে লাগে। প্রাথমিকভাবে সেই সমর্থক চেয়ারে বসে পড়েন। তাঁর গুরুতর কোনওরকম চোট না লাগলেও ভেঙে যায় তাঁর ফোন। এই ঘটনার সঙ্গে সঙ্গেই মিচেলকে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু ক্ষমা চেয়েই কিন্তু কিউয়ি তারকা থামেনি। পরে তাঁকে ওই সমর্থককে নিজের দস্তানাজোড়াও উপহার দিতে দেখা যায়। এই ঘটনার ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা মানবিক মিচেলের প্রশংসায় পঞ্চমুখ
A guy got hurt and broke his iPhone during practice!!!
— AnishCSK💛 (@TheAnishh) May 7, 2024
Daz gave him his Gloves as a reward!!!💛👊🏻⭐️😎 pic.twitter.com/NkfAGp8Zph
প্রসঙ্গত, চলতি মরশুমে সিএসকের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, মিচেল কিন্তু ব্যক্তিগতভাবে বেশ ভাল ফর্মেই রয়েছে। তিনি ১০ ইনিংসে ২৮.৬৩ গড়ে মোট ২২৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৪.৭০। চলতি মরশুমে হলুদ ব্রিগেডের হয়ে তৃতীয় সর্বাধিক রান করেছেন তিনি। রয়েছে একটি অর্ধশতরানও। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচে সিএসকে জয়ও পায়। ২৮ রানে হারায় পাঞ্জাবকে। এই জয়ের সুবাদে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল হলুদ ব্রিগেড। ১১ ম্যাচ খেলে ছয়টি জয়ের সুবাদে সিএসকের দখলে ১২ পয়েন্ট রয়েছে। প্লে-অফের দৌড়ে গতবারের চ্যাম্পিয়নরা রয়েছে। সেই দৌড়ে নিজেদের পরের ম্যাচে শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পরপর ব্যর্থতা, সানরাইজার্সের বিরুদ্ধে আউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন রোহিত!