Shikhar Dhawan Vaccinated: করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, টিকা নিয়ে বললেন ধবন
আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ ওপেনার শিখর অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর কেনার জন্য একটি সংগঠনকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন।
![Shikhar Dhawan Vaccinated: করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, টিকা নিয়ে বললেন ধবন Corona Vaccination Update: Shikhar Dhawan Vaccinated and urge others to vaccinated for fighting against Covid19 Shikhar Dhawan Vaccinated: করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, টিকা নিয়ে বললেন ধবন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/06/3aff8f1e4e5feaf8cdf4e417b289318d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনার টিকা নিলেন শিখর ধবন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করলেন, যত দ্রুত সম্ভব টিকা নিতে। তাতেই অতিমারিকে রুখে দেওয়া সম্ভব।
আইপিএল মাঝপর্বেই স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বোর্ড। দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি ওপেনার শিখর ধবন বাড়ি ফিরে গিয়েছেন। এবং বায়ো বাবল থেকে বেরিয়ে প্রথমেই তিনি করোনার টিকা নিলেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'ভ্যাকসিন নিলাম। প্রথম সারির করোনা যোদ্ধাদের আত্মত্যাগকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। দ্বিধা না করে দ্রুত টিকা নিন। তাতেই এই ভাইরাসকে হারানো সম্ভব।'
আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ ওপেনার শিখর অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর কেনার জন্য একটি সংগঠনকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন। পাশাপাশি ম্যাচ ফি-র একটা অংশও দান করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলিতে অক্সিজেনের চূড়ান্ত সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও 'অক্সিজেন ইন্ডিয়া' নামের একটি বেসরকারি সংস্থাকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "আমরা এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। এই সময় সব চেয়ে বেশি দরকার একে অপরের পাশে দাঁড়ানো।"
ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামেরও আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সকলেই এগিয়ে আসছেন। পিছিয়ে নেই ক্রিকেটারেরাও। প্রাক্তন থেকে বর্তমান, বহু ক্রিকেটারই এগিয়ে এসেছেন। দান করছেন করোনা মোকাবিলায়।
দিল্লি ক্যাপিটলসের ধবনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ট্যুইট করে ধবন জানিয়েছিলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতি খুবই খারাপ। কোভিড রোগীদের জন্য সর্বত্রই অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। সে কারণে তিনি ২০ লক্ষ টাকা সাহায্য করতে চান। অক্সিজেনের অভাব মেটাতে যে ‘মিশন অক্সিজেন’ প্রচার শুরু হয়েছে, তারই অঙ্গ হিসেবে এই অর্থ দান। করোনা সচেতনতার বার্তাও দিয়েছেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। সকলকে দ্রুত টিকা নেওয়ার আবেদন করেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)