Kevin Pietersen on Covid19: ভারতের জন্য মন খারাপ, হিন্দিতে ট্যুইট পিটারসেনের
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে অর্ধসমাপ্ত অবস্থায় স্থগিত করে দিতে হয়েছে এবারের আইপিএল। টুর্নামেন্টের বাকি অংশ করে হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
নয়াদিল্লি: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে অর্ধসমাপ্ত অবস্থায় স্থগিত করে দিতে হয়েছে এবারের আইপিএল। টুর্নামেন্টের বাকি অংশ করে হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। দেশে ফিরে গিয়েছেন কেভিন পিটারসেনও। কিন্তু তাঁর মনটা পড়ে রয়েছে ভারতেই। দেশে ফিরে যাওয়ার পরেও তাই বিষণ্ণ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দূর থেকে হলেও কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা জোগাতে চান তিনি। যে উদ্দেশে হিন্দিতে ট্যুইট করলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। যা সকলের মনকে ছুঁয়ে গিয়েছে।
মঙ্গলবার হিন্দিতে ট্যুইট করে পিটারসেন লিখেছেন, ‘আমি হয়তো ভারত ছেড়ে চলে গিয়েছি। কিন্তু এখনও ভারতের কথাই ভেবে চলেছি। যাঁরা আমাকে ভালবাসা ও স্নেহে ভরিয়ে দিয়েছেন। অনুগ্রহ করে সকলে সাবধানে থাকুন। এই সময়টা পার হয়ে যাবে, কিন্তু আপনাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে।’ ইংরেজিতেও একটি ট্যুইট করেছেন কেপি। সেখানেও ভারতের জন্য তাঁর মন খারাপের কথা, এই দেশের প্রতি তাঁর ভালবাসা, আনুগত্য প্রকাশ পেয়েছে। পিটারসেন লিখেছেন, ‘ভারত, আমি এমন একটি দেশকে দেখে কষ্ট পাচ্ছি, যে দেশকে আমি ভালবাসি।’