(Source: ECI/ABP News/ABP Majha)
International Nurses Day 2021: 'নীরবে মানবসেবা, অন্ধকার মুহূর্তে আলো', নার্সদের কৃতজ্ঞতা সচিন-যুবরাজদের
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল। এমন অবস্থায় বুধবার, ১২ই মে ‘আন্তর্জাতিক নার্স ডে’ পালিত হচ্ছে।
মুম্বই: করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল। এমন অবস্থায় বুধবার, ১২ই মে ‘আন্তর্জাতিক নার্স ডে’ পালিত হচ্ছে। অতিমারির মধ্যেও যাঁরা নিজেদেরকে ঘরবন্দি করে না রেখে, সমাজের প্রত্যেক মানুষের জন্য নির্ভীকভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শুধু ভারতেরই নয়, বিশ্বের সমস্ত নার্সদের আজ কুর্নিশ জানানোর দিন।
করোনার ধাক্কায় ১৪তম আইপিএল স্থগিত করে দিতে হয়েছে। ক্রিকেটারেরা সকলেই তাঁদের বাড়িতে ফিরে গিয়েছেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার মলদ্বীপে নিভৃতবাসে রয়েছেন। তবে আন্তর্জাতিক নার্স ডে-তে সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারদের অনেকেই নার্সদের ভূমিকাকে কুর্নিশ করেছেন। পাশাপাশি আইপিএলের দলগুলি, যেমন কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস থেকে শুরু করে সানরাইজার্স হায়দরাববাদ ও দিল্লি ক্যাপিটালস প্রত্যেকে নিজেদের মতো করে আজকের দিনে প্রত্যেক নার্সকে শুভেচ্ছা জানিয়েছে।
সচিন তেন্ডুলকর নিজের ট্যুইটার হ্যান্ডলের ডিসপ্লে পিকচার পাল্টে নার্সদের কুর্নিশ জানানোর ছবি রেখেছেন। পাশাপাশি তিনি ট্যুইট করে লিখেছেন, 'নীরবে মানবসেবা করে চলেছেন। আমরা অসুস্থ হয়ে পড়লে বিনিদ্র রাত কাটাচ্ছেন। অতিমারিতে আপনাদের গুরুত্ব আরও বেশি করে বুঝতে পারলাম। আপনাদের কাছে কৃতজ্ঞ।'
যুবরাজ সিংহের ট্যুইট, 'মানবজাতিকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।' ভি ভি এস লক্ষ্মণের ট্যুইট, 'এই অন্ধকার সময়ে আপনারাই তো আলো দেখালেন। আমাদের স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড আপনারাই।'
শুভেচ্ছাবার্তা পাঠালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারেরা। হরভজন সিংহ থেকে লকি ফার্গুসন, প্রত্যেকেই বিশ্বের প্রত্যেক নার্সকে শুভেচ্ছা জানান। ভিডিও বার্তায় তাঁরা বলেন এমন কঠিন সময়ে আপনারা যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছেন, তাতে সকলকে সেলাম।
‘আন্তর্জাতিক নার্স ডে’ তে নিজেদের টুইটার হ্যান্ডেলে নার্সদের প্রতি শুভেচ্ছা জানায় পঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকেও একটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানানো হয় নার্সদের। দিল্লি ক্যাপিটালসও একটি ছবি পোস্ট করে যেখানে নার্সদের সুপার হিরোর সঙ্গে তুলনা করা হয়।