CSK vs KXIP, Final Score: ওয়াটসন-ডুপ্লেসির দাপটে পঞ্জাবকে ১০ উইকেটে হারাল চেন্নাই
Chennai Super Kings vs Kings XI Punjab, IPL 2020: দলে তিনটি পরিবর্তন করেছেন কে এল রাহুল। করুণ নায়ার, কে গৌতম ও জেমস নিশামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মনদীপ সিংহ, হরপ্রীত ব্রার ও ক্রিস জর্ডানকে।

Background
দুবাই: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল কিংস ইলেভেন পঞ্জাব। দলে তিনটি পরিবর্তন করেছেন কে এল রাহুল। করুণ নায়ার, কে গৌতম ও জেমস নিশামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মনদীপ সিংহ, হরপ্রীত ব্রার ও ক্রিস জর্ডানকে। তবে মহেন্দ্র সিংহ ধোনিদের দল অপরিবর্তিত।
চেন্নাই সুপার কিংস দল: ফাফ ডুপ্লেসি, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও পীযূষ চাওলা।
কিংস ইলেভেন পঞ্জাব দল: কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, নিকলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, মনদীপ সিংহ, সরফরাজ খান, ক্রিস জর্ডান, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই. শেলডন কটরেল ও মহম্মদ শামি।




















