IPL 2022: আইপিএলে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সুনীল নারাইন ও অক্ষর পটেল
IPL 2022: ওয়াংখেড়েতে আজ পরস্পর মুখোমুখি হতে চলেছে ২ দলই। সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য অলরাউন্ডার, অন্যদিকে অক্ষর পটেল দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য।
মুম্বই: আইপিএলে আজ নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সুনীল নারাইন (Sunil Narine) ও অক্ষর পটেল (Axar Patel)। ওয়াংখেড়েতে আজ পরস্পর মুখোমুখি হতে চলেছে ২ দলই। সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য অলরাউন্ডার, অন্যদিকে অক্ষর পটেল দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য।
কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে নারাইন
আইপিএলে প্রথমবার খেলতে নেমেছিলেন ২০১২ সালে। এরপর থেকে টানা কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলে আসছেন। কেকেআরের হয়ে ১৪৯ উইকেটের মালিক ক্যারিবিয়ান এই তারকা স্পিনার অলরাউন্ডার। আর মাত্র একটি উইকেট পেলেই টুর্নামেন্টে দেড়শো উইকেট সংগ্রহ হয়ে যাবে নারাইনের। প্রথম বিদেশি বোলার হিসেবে এই নতুন মাইলস্টোন স্পর্শ করবেন সুনীল নারাইন।
নজিরের সামনে অক্ষর
বাঁহাতি অলরাউন্ডার অক্ষর পটেলের সামনেও নতুন রেকর্ড গড়ার হাতছানি। আর মাত্র ২ উইকেট পেলেই আইপিএলে ১০০ উইকেটের মালিক হয়ে যাবেন অক্ষর পটেল। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই নতুন মাইলস্টোন গড়বেন অক্ষর।
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা টিম কম্বিনেশন। প্রত্যেক ম্যাচেই একাদশ ভেঙে নতুন নতুন দল তৈরি হচ্ছে। ওপেনিংয়ে ফিঞ্চ-আইয়ার, নারাইন-আইয়ার, নারাইন-ফিঞ্চ কোনও জুটিই ক্লিক করতে পারেনি। মিডল অর্ডারে একমাত্র ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। বাকি কেউই রান পাচ্ছে না। আন্দ্রে রাসেল ঝড় গত কয়েকটি ম্যাচে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলের ব্যাট চলুক, চাইবেন কেকেআর সমর্থকরাও।
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচ খেলেছে ২ দলই। তবে সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৮ ম্য়াচের মধ্যে ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্য়াচে যে হারবে, সেই পিছিয়ে যাবে প্লে অফের লড়াই থেকে। এবার দেখার কে বাজিমাত করে আজ।