GT vs DC: ঘরের মাঠ গিলদের হারানোর চ্যালেঞ্জ, GT vs DC ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে রশিদ-পন্থ লড়াই
IPL 2024: আইপিএলের লিগ তালিকায় গুজরাত আপাতত সাতে এবং দিল্লি ক্যাপিটালস নয়ে রয়েছে।
আমদাবাদ: নাগাড়ে দুই হারের পর লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দিল্লি। ঘরের মাঠে এমনিই গুজরাত কঠিন প্রতিপক্ষ, তার ওপর গত ম্যাচেই ছন্দে ফিরেছেন দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তাঁর দিকে তাই স্বাভাবিকভাবেই নজর থাকবে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলেছিলেন গিল। টুর্নামেন্টে ইতিমধ্যেই ২৫৫ রান করে ফেলেছেন তিনি। হাঁকিয়েছেন দুইটি অর্ধশতরানও। গুজরাত যোগ দেওয়ার পর থেকে গিল ৪৭.৮৮-র গড় ও ১৪৮.৪০ স্ট্রাইক রেটে ৩৯ ম্যাচে ১৬২৮ রান করেছেন। নিঃসন্দেহে গুজরাতের ব্যাটিং অনেকটাই গিলের ফর্মের ওপর নির্ভরশীল। তাঁকে দ্রত থামানো তাই দিল্লির প্রাথমিক লক্ষ্য হবে। তবে শুধু গিল নয়, দিল্লির ক্ষেত্রে রশিদ চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে।
চোটের বাধা কাটিয়ে আইপিএলে ফিরে রশিদের শুরুটা খুব আহামরি করেননি তারকা লেগ স্পিনার। তবে গত দুই ম্যাচে ৫.৭৫-র ইকোনমিতে দুই উইকেট নিয়েছেন আফগান তারকা। মিডল ওভারে পন্থের বিরুদ্ধে তাই তাঁর লড়াইটা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রশিদের বিরুদ্ধে পন্থের (Rishabh Pant) স্ট্রাইক রেটও খুব একটা আহামরি নয়। ৮৭ বলে ৯৪ রান করেছেন তিনি। তবে চলতি আইপিএলে পন্থও কিন্তু বেশ ভাল ফর্মেই রয়েছেন। দুই অর্ধশতরান হাঁকিয়েছেন, ১৫৭-র স্ট্রাইক রেটে রান করছেন। গুজরাতের বিরুদ্ধেও তাঁর ব্যাট চলবে কি না, সেটাই দেখার।
এই ম্যাচের আগে গুজরাত শিবিরে সুখবর। বিগত তিন ম্যাচে মাঠের বাইরে থাকা ডেভিড মিলার ফিট। ঋদ্ধিমান সাহাও নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। অর্থাৎ ব্যাক স্প্যাজমের সমস্যা কাটিয়ে তিনিও ফিট বলেই ধরে নেওয়া যায়। তবে একদিকে যেখানে গুজরাতের শক্তি বেড়েছে, সেখানে চোট সমস্যায় নাজেহাল দিল্লি। এমনিই চোটের কারণে অস্ট্রেলিয়ায় ফিরেছেন মিচেল মার্শ। আরেক অজ়ি ডেভিড ওয়ার্নারও লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন। তাঁর এই ম্যাচ খেলা নিয়ে প্রবল সংশয়। শেষ মুহূর্তে ফিটনেস টেস্টই ওয়ার্নারের ভাগ্য নির্ধারণ করবে। এইসব বাধা, বিপত্তি কাটিয়ে দিল্লি জয় পাবে, না গুজরাত নাগাড়ে দুই ম্যাচ জিতবে, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IPL থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত মানসিকভাবে ক্লান্ত ম্যাক্সওয়েলের, অজ়ি তারকার পাশে পন্টিং