IPL 2024: ডেথ ওভারে ধারাবাহিক ব্যাটে ঝড় তুলছেন, এবার অনন্য রেকর্ডের মালিক হলেন কার্তিক
Dinesh Karthik Record: তাঁর ব্যাট থেকে এসেছে ১০ বলে ২৮ রানের ঝোড়ো একটি ইনিংস। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন। আর গতকালের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ড গড়েছেন
বেঙ্গালুরু: ফিনিশার হিসেবে আরসিবি জার্সিতে নিজেকে একেবারে অটোমেটিক চয়েস করে তুলেছেন তিনি গত কয়েক বছরে। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে ১০ বলে ২৮ রানের ঝোড়ো একটি ইনিংস। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন। আর গতকালের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে ব্যাটিং করা প্লেয়ারদের মধ্যে তাঁরই সর্বোচ্চ স্ট্রাইক রেট এই মুহূর্তে। এমনকী ২০২২ সাল থেকে ডেথ ওভারে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহকও কার্তিক।
গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় ২৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন কার্তিক। ১৭-২০ ওভারের মধ্যে মোট ৩৭২ রান করেছেন দীনেশ কার্তিক। ২০৩.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কার্তিক। অন্য়দিকে রানের তালিকায় এই ক্ষেত্রে শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার। তিনি ১৭-২০ ওভারের মধ্যে ১৯৭-র ওপর স্ট্রাইক রেট রেখে মোট ৩৯২ রান করেছেন।
প্রথম পাঁচের মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। তিনি ৩৫১ রান করেছেন ডেথ ওভারে ব্যাটিং করতে নেমে। স্ট্রাইক রেট ১৯৫। মুম্বই ইন্ডিয়ান্সের টিম ডেভিড ২০৭ স্ট্রাইক রেটে ২৯০ রান করেছেন। ডেভিড মিলার ২৮৫ রান করেছেন ডেথ ওভারে ব্যাটিং করে নেমে।
View this post on Instagram
উল্লেখ্য, গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমেছিল আরসিবি। ১৭৬ রানের পুঁজি নিয়ে লড়াইটা বল হাতে বেশ ভালই করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু শেষরক্ষা হল না। বিরাট কোহলির (Virat Kohli) ৭৭ রানের ইনিংসের পর দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরের ফিনিশিংয়ে জয় পেল চার বল বাকি থাকতে চার উইকেটে জয় পেল আরসিবি। ডিকে ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন, লোমরোরের সংগ্রহ আট বলে ১৭ রান। হরপ্রীত ব্রার চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে দুই উইকেট নেন। তবে তাঁর অসাধারণ বোলিংও দলকে জেতাতে পারল না। আরসিবির জয়ের সুবাদে চলতি আইপিএলে ঘরে নিজেদের প্রথম ম্যাচে সব দলেরই জয়ের ধারা অব্যাহত রইল।
আরও পড়ুন: ২ তরুণ অধিনায়কের মস্তিষ্কের লড়াই, আজ আইপিএলে গুজরাত বনাম চেন্নাই মহারণ