IPL 2024: বোর্ডের নিষেধাজ্ঞার জেরেই কি আইপিএল থেকে সরে দাঁড়ালেন জোফ্রা আর্চার?
Jofra Archer: আইপিএল চলাকালীন মে মাসেই কনুইয়ে চোট পান আর্চার। তারপর থেকে তাঁকে আর কোনওরকম ক্রিকেট খেলতে দেখা যায়নি।
নয়াদিল্লি: আইপিএল (IPL 2024) শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তবে সপ্তাহ দু'য়েক পরেই ১৯ নভেম্বরে দুবাইয়ে আয়োজিত হবে আইপিএলের নিলাম পর্ব। সেই নিলামের আগেই বড় খবর। রিপোর্ট অনুযায়ী, আসন্ন মরশুমে জোফ্রা আর্চারকে (Jofra Archer) আইপিএলে অংশগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) পক্ষ থেকে।
জোফ্রা আর্চারকে ২০২২ সালে আট কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর্চার ও যশপ্রীত বুমরার যুগলবন্দি দেখার জন্য সকল ক্রিকেটপ্রেমীরাই অপেক্ষা করেছিলেন। তবে সে গুড়ে বালি। আইপিএল চলাকালীন মে মাসেই কনুইয়ে চোট পান আর্চার। তারপর থেকে তাঁকে আর কোনওরকম ক্রিকেট খেলতে দেখা যায়নি। বারংবার চোট আঘাতে জর্জরিত ২৮ বছর বয়সি তারকা যাতে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারেন, সেই কারণেই ইসিবি চায় না সে আইপিএলে খেলুক।
খবর অনুযায়ী, ইংল্যান্ড বোর্ডের ধারণা আর্চার ভারতে কোনও ফ্র্যাঞ্চাইজি যে তাঁর থেকে দুরন্ত পারফরম্যান্সের আশায় রয়েছে, তার হয়ে খেলার থেকে দেশে বোর্ডের তত্ত্বাবধানে থাকলে তাঁর মাঠে ফেরার প্রক্রিয়া আরও মসৃণ হবে। আর্চারকে সেই কারণেই এইবার নিলামের আগে সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স রিটেন না করার সিদ্ধান্ত নেয়। ২৮ বছর বয়সি তারকা ফাস্ট বোলার নিলামেও নিজের নাম লেখাননি। তিনি নাকি বোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। সেই চুক্তি অনুযায়ী বোর্ড যতটা সম্ভব আর্চারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজেদের আওতায় এনেছে।
৫০ ওভারের বিশ্বকাপের মূল দলে আর্চার না থাকলেও, তাঁকে দলের সঙ্গেই ভারতে পাঠানো হয়েছিল। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কনুইয়ের ব্যথায় বিধ্বস্ত তারকা ক্রিকেটার দেশে ফিরে যান আর্চার। তবে ইংল্যান্ড বোর্ড আশা করছে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে না পারলেও, আগামী বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ ওভারের বিশ্বযুদ্ধের আগে তিনি জাতীয় দলে ফিরবেন। প্রসঙ্গত, আর্চারের পাশাপাশি আসন্ন আইপিএল মরশুমে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং তারকা ব্যাটার জো রুটকেও খেলতে দেখা যাবে না। উভয়েই নিলামে নাম তোলেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: বাংলা দলে বাদ পড়া থেকে জাতীয় দলে সুযোগ, ছাত্রী সাইকার লড়াইয়ে গর্বিত কোচ শিবসাগর