IPL 2025: ''আরসিবি ফাইনালে উঠলে আমি অবশ্যই ...'', আইপিএলের মাঝেই বিরাটকে কী প্রমিস করলেন এবিডি?
Ab De Villiers On RCB: এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন যে তিনি আইপিএলে ফাইনালে দেখতে আসবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন প্রোটিয়া তারকা। বিরাটরা কি পারবেন?

বেঙ্গালুরু: চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে আরসিবি। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট ঝুলিতে পুরে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রজত পাতিদারের দল। খাতায় কলমে এখনও প্লে অফের টিকিট নিশ্চিত নয়। তবে বলাই যায় যে প্লে অফে জায়গা পাকা করা সময়ের অপেক্ষা আরসিবির জন্য। এই দলের জার্সিতেই ২০১১ মরশুম থেকে ২০২১ মরশুম পর্যন্ত খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার আইপিএলের বেশিরভাগ সময়টাই বিরাট কোহলির নেতৃত্বে আরসিবিতে খেলেছেন। কোহলির সঙ্গে বন্ধুত্বও গাঢ় এবিডির। এবার আইপিএলের মাঝেই বিরাট ও আরসিবির কাছে প্রমিস করলেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন যে তিনি আইপিএলে ফাইনালে দেখতে আসবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন প্রোটিয়া তারকা। যদি আরসিবি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়, তবেই ফাইনাল দেখতে ও বিরাটদের সঙ্গে দেখা করতে তিনি আসবেন ভারতে। উল্লেখ্য, আগামী ৩ জুন টুর্নামেন্চের ফাইনাল। তবে ভেনু এখনও নিশ্চিত করা হয়নি। নিজের ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এবিডি জানিয়েছেন, ''আমার কথাটা মার্ক করে রাখা হোক। যদি আরসিবি আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়, তবে আমি অবশ্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব। ছেলেদের জন্য গলা ফাটাব। বিরাট কোহলির সঙ্গে ট্রফি তুলে নেওয়ার থেকে বেশি স্বস্তি আর কিছুতে পাব না আমি। অনেকগুলো বছর এই চেষ্টাটাই করে গিয়েছিলাম আমি।''
আইপিএলে ১১ মরশুম আরসিবির জার্সিতে খেলেছেন এবিডি। ফ্র্য়াঞ্চাইজির ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন তিনি। এমনকী তাঁর ও বিরাটের পার্টনারশিপও রেকর্ড গড়েছে। ব্যক্তিগত পারফরম্য়ান্স নজরকাড়া হলেও তাঁর প্রতিনিধিত্বে একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল আরসিবি। কিন্তু সেবারও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যেতে হয় আরসিবিকে।




















