IPL 2024: বলবয় হিসেবে বাঙ্গারের সঙ্গে সেলফি তুলেছিলেন, আজ তাঁরই কোচিংয়ে পাঞ্জাব কিংসে খেলবেন আশুতোষ
Punjab Kings: বর্তমানে পাঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট দায়িত্বে আছেন বাঙ্গার। প্রায় এক দশক আগে এই বাঙ্গারের সঙ্গেই একটি সেলফি তুলেছিলেন আশুতোষ
মোহালি: আইপিএলের(IPL 2024) নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলই। পাঞ্জাব সুপার কিংস (Punjab Kings) এবারের আইপিএলের নিলামে দল নিয়েছে আশুতোষ শর্মাকে (Ashutosh Sharma)। মধ্যপ্রদেশের ২৫ বছরের এই ব্যাটারকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে পাঞ্জাব শিবির। মুম্বইয়ে এই মুহূর্তে চলছে পাঞ্জাব কিংসের ক্যাম্প। সেখানে সঞ্জয় বাঙ্গারের অপেক্ষা করছিলেন আশুতোষ। বর্তমানে পাঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট দায়িত্বে আছেন বাঙ্গার। প্রায় এক দশক আগে এই বাঙ্গারের সঙ্গেই একটি সেলফি তুলেছিলেন আশুতোষ, তিনি তখন বল বয়। বাঙ্গার তখন কোচির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে। পুরনো সেই ছবি দেখিয়ে আশুতোষ বলেন, ''আমার মনে আছে বাঙ্গার স্যারের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, তখন আমার বয়স ১০-১১ বছর। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাটিংয়ের কিছু টিপস দেওয়ার জন্য। এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর আমি পাঞ্জাব কিংস দলের সদস্য। বাঙ্গার স্যারের কোচিংয়ে খেলতে পারব।''
মাত্র আট বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হয়। মধ্যপ্রদেশের রাতলামে জন্ম হয় আশুতোষের। ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ সুবিধের জন্য ইন্দোরে পাড়ি দেন আশুতোষ। তিনি বলছেন, ''যখন আমি বাড়ি ছেড়েছিলাম। আমার কাছে কোনও পয়সা ছিল না। আমি বিভিন্ন ম্য়াচে আম্পায়ারিং করতাম, যাতে মধ্যাহ্নভোজের খাওয়ার মেলে। আমি চাইনি আমার পরিবারের মানুষ চিন্তিত হোক আমাকে নিয়ে।''
View this post on Instagram
মধ্যপ্রদেশের অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন আশুতোষ। রেলের হয়েও খেলা শুরু করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১১ বলে অর্ধশতরান করেন এই ব্যাটার। এদিকে, সূত্রের খবর, আগামী মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে আইপিএলের আগামী মরশুম। এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে অরুণ ধুমার জানিয়েছেন, ''আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি এবং কমবেশি সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। ভোটের সময়সূচি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্টতা ও ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।''