এর আগে আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ ওপেনার শিখর অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর কেনার জন্য একটি সংগঠনকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন। পাশাপাশি ম্যাচ ফি-র একটা অংশও দান করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলিতে অক্সিজেনের চূড়ান্ত সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও 'অক্সিজেন ইন্ডিয়া' নামের একটি বেসরকারি সংস্থাকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "আমরা এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। এই সময় সব চেয়ে বেশি দরকার একে অপরের পাশে দাঁড়ানো।" শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ধবন। তাঁর দলের অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছিলেন। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ৮ ম্যাচে ৩৮০ রান করে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন ধবন। আইপিএল থেকে ফিরেই করোনার টিকা নিয়েছিলেন ধবন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেছিলেন, যত দ্রুত সম্ভব টিকা নিতে। তাতেই অতিমারিকে রুখে দেওয়া সম্ভব।