Gujarat Titans vs Mumbai Indians Live: ছিটকে গেল গুজরাত, ফাইনালে ওঠার লড়াইয়ে পঞ্জাবের সামনে মুম্বই, লাইভ আপডেট
IPL 2025: ট্রফির দৌড় থেকে ছিটকে গেল গুজরাত। ২০ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে পঞ্জাবের সামনে মুম্বই।

Background
চণ্ডীগড়: গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবেই ২০২২ সালে আইপিএল জিতেছিলেন হার্দিক পাণ্ড্য। ২০২৩ সালে ফাইনালেও তুলেছিলেন দলকে। কিন্তু ২০২৪ সালের আগে আচমকাই ফের মুম্বই শিবিরে যোগ দেন মােটা অঙ্কের চুক্তিতে। কিন্তু গত মরশুমটা নিজের আইপিএল কেরিয়ার থেকেও মুছে দিতে চাইবেন হার্দিক। পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল মুম্বই শিবির। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা নিয়ে মুম্বই টিম ম্য়ানেজমেন্টকেও রোষের মুখে পড়তে হয়েছিল সমর্থকদের সামনে। তবে গত এর বছরে ছবিটা পাল্টে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের পর ওয়াংখেড়েই সাদরে বরণ করে নিয়েছে হার্দিককে। এবার দলগতভাবে হার্দিকের নেতৃত্বেই মুম্বই দুর্দান্ত পারফর্ম করে প্লে অফে জায়গা করে নিয়েছে। আজকের ম্য়াচে নিজের পুরনো দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই খেলতে নামতে হবে হার্দিককে। লিগে চতুর্থ স্থানে শেষ করায় এই ম্য়াচ ডু অর ডাই মুম্বইয়ের সামনে। একই অঙ্ক গুজরাতের জন্যও। গিল বা হার্দিক যাঁরাই আজ হেরে যাবেন, তাঁদের জন্যই এবারের আইপিএল আজই শেষ হয়ে যাবে।
এখনও পর্যন্ত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মোট সাতবার মুখোমুখি হয়েছে মুম্বই। তার মধ্য়ে ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। এই মরশুমে তো দুটো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে গিল বাহিনী। ২ বার মাত্র জিতেছে হার্দিকের দল।
আজ চণ্ডীগড়ের যে মাঠে খেলা হবে, সেই মাঠে চলতি মরশুমে কোনও ম্য়াচ এখনও খেলেনি মুম্বই ও গুজরাত কোনও ফ্র্যাঞ্চাইজিই। যদিও গত মরশুমে পঞ্জাব কিংসকে এই মাঠে দুটো দলই হারিয়ে দিয়েছিল। গতকাল পঞ্জাব এই মাঠেই আরসিবির বিরুদ্ধেও হেরে গিয়েছিল। তবে গত কাল প্রথমে ব্যাট করতে নেমে বেশি রান বোর্ডে তুলতে পারেনি শ্রেয়স আইয়ারের দল। সেদিক চিন্তা করে আজকের ম্য়াচে প্রথমে ফিল্ডিং নেওয়ার দিকেই হয়ত ঝুঁকবেন টস জয়ী অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্স আজকের ম্য়াচে হয়ত পাবে না রিয়াল রিকেলটন, উইল জ্যাকস, করবিন বসচকে। রোহিতের সঙ্গে ওপেনে দেখা যাবে জনি বেয়ারস্টোকে। তাঁকে অনুশীলনেও দেখা গিয়েছে বেশ ছন্দে। গুজরাত শিবিরে অবশ্য় তেমন কোনও বদলের সম্ভাবনা নেই।
View this post on Instagram
IPL Live Score: ২০ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে জায়গা করে নিল মুম্বই
শুক্রবার আইপিএলের এলিমিনেটরে ৪৯ বলে ৮০ রান করলেন সুদর্শন। হিট উইকেট হওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০ বলে ২০ রান করে গেলেন। চার নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর ২৪ বলে ৪৮ রান। তাও ২০৮/৬ স্কোরে আটকে গেল গুজরাত। ২০ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে জায়গা করে নিল মুম্বই। সাড়া জাগিয়ে শুরু করেও খালি হাতেই ফিরতে হচ্ছে শুভমন গিলদের। ট্রফির দৌড় থেকে ছিটকে গেল তারা।
IPL 2025 Eliminator Live: ৪৯ বলে ৮০ রান করে বোল্ড সুদর্শন
২৪ বলে ৪৮ রান করে ফিরেছেন ওয়াশিংটন। বিরাট ধাক্কা খেল গুজরাত। ৪৯ বলে ৮০ রান করে বোল্ড সুদর্শন। ১৫.৪ ওভারে গুজরাতের স্কোর ১৭০/৪। ম্যাচ জিততে আর ২৬ বলে ৫৯ রান চাই গুজরাতের।




















