IPL 2024: আইপিএল ২০২৪ খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য?
Hardik Pandya: বিশ্বকাপে বাংলাদেশের বিরদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক পাণ্ড্য।
মুম্বই: বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় তো বটেই, গোটা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আশা করা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে হয়তো তাঁকে মাঠে ফিরতে দেখা যাবে। তবে পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, হার্দিক শুধু আফগানিস্তান সিরিজ় নয়, আসন্ন আইপিএলের সময়ও ফিট নাও হতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানান, 'হার্দিকের ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট নেই। তাই আইপিএলের আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।' হার্দিক না খেলতে পারলে ভারত (Team India) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), উভয় দলের জন্যই কিন্তু উদ্বেগ বাড়ল।
🚨 Update 🚨
— BCCI (@BCCI) October 19, 2023
Hardik Pandya's injury is being assessed at the moment and he is being taken for scans.
Follow the match ▶️ https://t.co/GpxgVtP2fb#CWC23 | #TeamIndia | #INDvBAN | #MeninBlue pic.twitter.com/wuKl75S1Lu
মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে আসন্ন মরশুমের জন্য অধিনায়ক নির্বাচত করেছে পল্টনরা। অপরদিকে, রোহিত শর্মা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলছেন না। তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতের অনুপস্থিতিতে হার্দিকই এতদিন ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তাঁর অনুুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার বিকল্প কে?
হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সূর্যকুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তিনিও বর্তমানে চোটের কবলে। তাই এক্ষেত্রে রোহিত শর্মা হয়তো জাতীয় দলে ফিরতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে এটাই জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজ়। তাই রোহিত যদি ভারতীয় দলের পরিকল্পনায় থাকেন, তাহলে তিনি এই সিরিজ়ে খেলতে পারেন। তা নাহলে রবীন্দ্র জাডেজা বিকল্প হতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনিই সহ-অধিনায়ক ছিলেন। অপরদিকে, হার্দিক মুম্বইয়ের হয়ে আইপিএলে না খেললে, সেখানে বিকল্প হওয়ার দৌড়ে কিন্তু সূর্যকুমার যাদব রয়েছেন। আগামী কয়েকমাস তাই বেশ কিছু বড় সিদ্ধান্ত দেখা যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রুতুরাজের বদলি ভারতীয় টেস্ট দলে বাংলার অভিমন্যু, ভারতীয় 'এ' দলে রিঙ্কু, সরফরাজ