(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022: ইডেনে প্লে অফের ম্যাচ দেখতে মমতাকে আমন্ত্রণ সিএবির, পাল্টা শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
IPL 2022 Play Off: কাল সন্ধেয় প্রথম কোয়ালিফায়ার ইডেনে। সেই ম্যাচে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। অন্য ম্যাচে বিরাটের মুখোমুখি রাহুল।
কলকাতা: কাল ইডেনে শুরু আইপিএলের প্লে অফ। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। আগামী বুধবার প্রথম এলিমিনেটরে আমনে সামনে আরসিবি ও লখনউ সুপারজায়ান্টস। আর এই দুটো ম্যাচে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সিএবির তরফে। পাল্টা শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা।
শুভেচ্ছা বার্তায় কী বললেন মুখ্যমন্ত্রী?
সিএবির তরফে আমন্ত্রণ বার্তা পাওয়ার পর পাল্টা শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ''আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সিএবিকে। আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আর একইসঙ্গে খুব খুশি। এত সময় পরে কলকাতায় আবার আইপিএলের আসর বসতে চলেছে।''
কাল ইডেনে গুজরাতের মুখোমুখি রাজস্থান:
আগামীকাল শুরু হচ্ছে আইপিএলের প্লে অফ (IPL Play off)। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। সোমবার নৈশালোকের ইডেনে তখন রাজস্থান রয়্যালসের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঝ পিচে দেখা গেল, আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মালিঙ্গা। আর তাঁর শ্যেন দৃষ্টির সামনে একের পর এক ইয়র্কার করে চলেছেন বোল্ট ও কৃষ্ণ। মাঝে মধ্যেই মালিঙ্গা এগিয়ে গিয়ে তাঁদের পরামর্শ দিচ্ছেন।
রাজস্থান শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গুজরাতের ডেথ ওভার ব্যাটিংকে বেশ সমীহ করা হচ্ছে। এবং হার্দিক, মিলার, তেওয়াটিয়া, রশিদদের পাওয়ার হিটিং থামানোর জন্য বিশেষ অঙ্ক কষছেন মালিঙ্গা। যাঁর মন্ত্র হল, নিখুঁত ইয়র্কার করো। যাতে ব্যাটার হাত খোলার সুযোগই না পায়। বোল্ট-কৃষ্ণরা তারই প্রস্তুতি সেরে রাখলেন।
কাল বাটলার ঝড় আটকাতে চান শামি
টুর্নামেন্টে তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। ১৪ ম্য়াচে ৬২৯ রান। স্ট্রাইক রেট দেড়শো ছুঁই ছুঁই। তিন-তিনটে সেঞ্চুরি করে ফেলেছেন। আইপিএলের (IPL) ইতিহাসে অরেঞ্জ ক্যাপের লড়াই কখনও এতটা একপেশে হয়ে যায়নি। আর সেই দুরন্ত জস বাটলারকে থামাতে মহম্মদ শামির (Mohammed Shami) দাওয়াই নাকি নিশ্চিন্তে, টানা ঘুম!
বাটলার যতই সংহারক মূর্তিতে ব্যাট করুন না কেন, গুরুত্ব দিতে নারাজ বাংলার পেসার। বরং বেশ হাল্কা মেজাজেই তিনি বলে দিচ্ছেন, সোমবার রাতে নিশ্চিন্তে ঘুমোতে চান। বাটলারকে থামাতে কী পরিকল্পনা? মঙ্গলবার ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। তার আগের দিন শামি বললেন, 'বাটলারকে আউট করার জন্য আমার ভাল ঘুম দরকার।' তারপরই শামি হেসে যোগ করলেন, 'কে কত রান পেয়েছে সেটা ভেবে বল করতে যাই না। নিজের দক্ষতার উপরে আস্থা রয়েছে। আমি দেখি না বিপক্ষে কে ব্যাট করছে।'