IPL 2022: ওপেনে ওয়ার্নারের সঙ্গী হতে চান, নতুন লক্ষ্যস্থির তরুণ ভারতীয় ব্যাটারের
IPL 2022: এবার দিল্লি ক্যাপিটালসে (delhi capitals) অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে (david warner) দলে নিয়েছে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে। শিখর ধবন, পৃথ্বী শ-র মতো ওপেনার রয়েছেন।
নয়াদিল্লি: গতবার আইপিএলের শেষেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর সানরাইজার্সের হয়ে খেলবেন না। এবার দিল্লি ক্যাপিটালসে (delhi capitals) অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে (david warner) দলে নিয়েছে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে। শিখর ধবন, পৃথ্বী শ-র মতো ওপেনার রয়েছেন। যুক্ত হয়েছে ওয়ার্নার। এমনকী এবারের নিলামে দিল্লি ঘরের ছেলে সদ্য যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলকেও দলে নিয়েছে। আর আইপিএলে ওয়ার্নারের সঙ্গে একই দলে খেলবেন, এই আনন্দে আত্মহারা ধূল। এক সাক্ষাৎকারে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ''দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। আমি খুবই খুশি। রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে খেলতে পারব। এছাড়াও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে নামাটাও ভাগ্যের। ওঁনার সঙ্গে পার্টনারশিপ গড়তে চাই।''
ঘরোয়া ক্রিকেটে পা রেখেই নজর কেড়েছেন। রঞ্জিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ২ ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। যশ বলছেন, ''জোফ্রা আর্চার এমন একজন যাঁর বল আমি খেলতে চাই। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার জোফ্রা। সামনে থেকে ফেস করতে চাই ওঁকে।''
রঞ্জিতে তামিলনাড়ুর(Tamilnadu) বিরুদ্ধে দিল্লির ওপেনার যশ ধূল প্রথম ইনিংসে করেছিলেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসেও সেই একই রান করে অপরাজিত থাকেন যশ। তৃতীয় ভারতীয় হিসেবে এই কাণ্ড ঘটালেন যশ ধূল। এরপর দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়ে যায়।