UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো শুরু, কে এগিয়ে? কে পিছিয়ে?
UEFA Champions League: আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ম্যান ইউয়ের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে নিজের প্রাক্তন ক্লাব লিভারপুলকে টুর্নামেন্টে এগিয়ে রাখলেন হাচিসন।
মাদ্রিদ: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ। কেমন হতে চলেছে ফুটবলের এই বৃহত্তম ক্লাব টুর্নামেন্টের আগামী মহারণগুলো। কিছু বাছাই করা সাংবাদিকদের নিয়ে গ্রুপ কলে নিজের মতামত রাখলেন প্রাক্তন ফুটবলার ডন হাচিসন। নিজের প্রাক্তন ক্লাব লিভারপুলকে এগিয়েও রাখলেন টুর্নামেন্টে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটডে বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ আজকে রাতে মুখোমুখি হতে চলেছে। সুপাক ১৬-র সবচেয়ে রোমাঞ্চকর লড়াই বলে এই মহারণকে মনে করছেন হাচিনসন। প্রাক্তন এই ফুটবলার বলেন, "আমার মনে হয় মানসিকতারও লড়াই। বিশ্বের অন্যতম শক্তিশালী ২ টো দলের লড়াই। ২ টো দল আলাদা দেশের ক্লাব। কোনও দলকেই এই ম্যাচে এগিয়ে রাখা যাবে না। জোয়াও ফেলিক্সের মতো তরুণ রয়েছে। আবার ম্যান ইউতে রোনাল্ডোর মতো সিনিয়র তারকা রয়েছে।''
শেষ ষোলোতে চারটে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এবার যোগ্যতা অর্জন করেছে। কোন দল ফেভারিট আপনার কাছে? জন হাচিনসন বলেন, ''অবশ্যই লিভারপুলকে আমি এগিয়ে রাখব। কিন্তু বাকি সব দল বেগ দেবে। কোনও দলকেই হালকাভাবে নেওয়ার মানে হয় না। অনিশ্চয়তার খেলা। সবাই এই পর্যন্ত পৌঁছেছে নিজেদের যোগ্যতায়। তাই লড়াই জমজমাট হবে।''
ম্যান ইউ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে ফিরতে পারেন পোগবা। চোট সারিয়ে একাদশে ফিরছেন তিনি, এমনটা বলাই যায়। সেক্ষেত্রে কি কিছুটা মাঝমাঠে এগিয়ে থাকবে রেড ডেভিলসরা? হাচিসন বলছেন, ''নিজের দিনে অবশ্যই পোগবা সেরা। যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে। আবার গ্রিজম্য়ান দুর্দান্ত লেফট ফরোয়ার্ড। খেলাটা সাজাতে পারে ভালভাবে। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।''
এদিকে, লুকাকুকে ছাড়াই জয় ছিনিয়ে নিল চেলসি। কেউ হাভার্টসের গোটে টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে লিলির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের আট মিনিটেই হাভাটর্জের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৬৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের তরুন মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিচ। আগামী ১৬ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে ফ্রান্সে যাবে চেলসি।