IPL 2025: মাঠ পুরো অন্ধকার, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভীত সন্ত্রস্ত চিয়ারলিডারের ভিডিও ক্লিপ
IPL: গতকাল পঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল হওয়ার পর ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে। দুই দলের ক্রিকেটারদেরই রাখা হয়েছে একটিই হোটেলে।

ধর্মশালা: যুদ্ধ পরিস্থিতিতে উত্তাল ভারত ও পাকিস্তান ২ দেশই। এরই মধ্যে তড়িঘড়ি বোর্ডের সিদ্ধান্তমত আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার আভাস মিলেছিল গতকাল পঞ্জাব বনাম দিল্লি ম্য়াচের মাঝেই। ১০০ কিলোমিটার দূরেই বিস্ফোরণ হয়েছিল। তাই ধর্মশালায় স্টেডিয়ামে খেলা চলাকালিন আচমকাই লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল। ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল গোটা স্টেডয়াম। নিরাত্তাজনিত কারণে ম্য়াচ বাতিল করা হয়েছিল, সে কথা জানিয়েছিলেন আইপিএলের চেয়ারম্য়ান অরুণ ধুমাল। শুধু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফই নন। চিয়ারলিডাররাও যে এই পরিস্থিতিতে ভীত, তার আন্দাজও মিলেছে।
গতকাল ম্য়াচ বাতিল করার পরই দ্রুততার সঙ্গে খালি করা হয় স্টেডিয়াম। বন্দে ভারত এক্সপ্রেসে ক্রিকেটারদের ও সাপোর্ট স্টাফদের দিল্লি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সবের মাঝেই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একজন চিয়ারলিডার ভিডিও করে সেই মুহূর্তের ধর্মশালা স্টেডিয়ামের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সেই ভাইরাল ভিডিওতে চিয়ারলিডারকে বলতে শোনা যাচ্ছে, ''খেলার মাঝখানে পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হল। খুব ভয় করছিল। সবাই চিৎকার করছিল। বলে উঠছিল বোম পড়বে। খুব ভয়াবহ অভিজ্ঞতা। ধরমশালা থেকে বেরিয়ে যেতে চাই আমরা। আশা করব আইপিএল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি দেখবে। গোটা ঘটনায় সত্যিই হতবাক।''
ভারত ছাড়তে মরিয়া বিদেশি ক্রিকেটাররা
এদিকে, এই পরিস্থিতিতে আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর এবার পিটিআই সূত্রে খবর, অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্স ছাড়াও সে দেশের মিচেল মার্শ, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড এবারের আইপিএলে খেলছেন। তাঁরা প্রত্যেকেই বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়তে চাইছেন। বিমানবন্দর বন্ধ থাকায় পরিস্থিতি বেগতিক বুঝে ১১ মে ধরমশালায় ম্য়াচ আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গুজরাতে৷ এরপর গতকাল ধর্মশালায় যেভাবে ম্য়াচ বাতিল করে দেওয়া হল আলো নিভিয়ে। এরপর আশঙ্কা আরও বেড়েছে।
গতকাল পঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল হওয়ার পর ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে। দুই দলের ক্রিকেটারদেরই রাখা হয়েছে একটিই হোটেলে। মাঠ থেকে হোটেলে ফিরিয়ে ঘরবন্দিই রাখা হয়েছে সকলকে। মাঠ থেকে হোটেলের গোটা পথ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এমনকী তাঁদের ফোন পর্যন্ত ধরতে মানা করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পর সন্ত্রস্ত পাকিস্তান, আমিরশাহিত সরল পিএসএল




















