MS Dhoni: আরসিবি ম্যাচে হারের দায় নিজের কাঁধেই নিলেন ধোনি, খেলা শেষে কী বললেন?
RCB vs CSK: আয়ুশ মাথরের ঝোড়ো ৯৪ রানের ইনিংসের ওপর ভর করে একটা সময় মনে হচ্ছিল যে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেবে মহেন্দ্র সিংহ ধোনির দল।

বেঙ্গালুরু: আগেই প্লে অফের দৌড় শেষ হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। আরসিবির বিরুদ্ধে ম্য়াচে জিতলেও তাতে কোনও পরিবর্তন আসত না। কিন্তু রান তাড়া করতে নেমে আয়ুশ মাথরের ঝোড়ো ৯৪ রানের ইনিংসের ওপর ভর করে একটা সময় মনে হচ্ছিল যে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেবে মহেন্দ্র সিংহ ধোনির দল। কিন্তু শেষ পর্যন্ত আরও একটা হারই সঙ্গী হয় চেন্নাইয়ের। এই নিয়ে ১১ ম্যাচে ৯ হার। আর এই হারের সব দায় নিজের কাঁধেই নিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
খেলার পর ধোনি বলছেন, ''আমি যখন ব্যাট করতে এসেছিলাম। তখন যেমন বল হচ্ছিল, তাতে আমার কিছু শট মারা উচিৎ ছিল। আমার চাপ নেওয়া উচিৎ ছিল। কিন্তু আমি তা পারিনি। আমি এই হারের দায় পুরো নিজের কাঁধে নিচ্ছি। আরসিবি দুর্দান্ত শুরু করেছিল। আমরা মাঝে খেলায় ফিরেছিল। কিন্তু রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছে।''
এরপর চেন্নাই সুপার কিংস অধিনায়ক আরও বলেন, ''বোলাররা যা বল করেছে, তা অতিরিক্ত রান খরচ করে ফেলেছে। আমাদের অনুশীলনে আরও বেশি করে ইয়র্কার প্র্যাক্টিস করতে হবে। ইয়র্কার সঠিকভাবে না হলে লো ফুল টস সেরা বিকল্প হতে পারে।''
হাড্ডাহাড্ডি ম্যাচে একবার সিএসকের দিকে জয়ের পাল্লা ভারি হয়েছিল, তো কখনও আবার আরসিবি ম্যাচে এগিয়ে গিয়েছিল। একেবারে শেষ বল অবধি ম্যাচ কে জিতবে, তা বোঝা যাচ্ছিল না। তবে শেষমেশ সিএসকেকে হারতে হল। দুই রানে ম্যাচ জিতে নিল আরসিবি। এই প্রথমবার এক মরশুমে দুই ম্যাচই জিতল আরসিবি। এই নিয়ে এবারের আইপিএলে (IPL 2025) আট ম্যাচ জিতে গেল আরসিবি। সাধারণত আট জয় প্লে-অফের জন্য যথেষ্ট হয়। গত মরশুমে তো আরসিবি সাত ম্যাচ জিতেও প্লে-অফে পৌঁছেছিল। তবে এখনও খাতায় কলমে আরসিবির প্লে-অফ নিশ্চিত নয়।
তবে খুব হেরফের না হলে তারা প্লে-অফে পৌঁছবে। আপাতত কিন্তু প্রথম দল হিসাবে আট ম্যাচ জিতে একেবারে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল রজত পাতিদারদের দল। মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স সাত ম্যাচ করে জিতে নেট রান রেটের পার্থক্যের কারণে যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে।
আরও পড়ুন: আরসিবি ম্যাচে হারের দায় নিজের কাঁধেই নিলেন ধোনি, খেলা শেষে কী বললেন?




















