DC vs RCB: জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে দিল্লি, আজ আরসিবির বিরুদ্ধে কখন, কোথায় দেখা যাবে ম্য়াচ?
IPL 2025: তারা ৮ ম্য়াচ খেলে ৬টি জিতে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। অন্য়দিকে রজত পাতিদারের নেতৃত্বে চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছে আরসিবিও।

নয়াদিল্লি: চলতি আইপিএলের একমাত্র ম্য়াচ গতকাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কেকেআর বনাম পঞ্জাব ম্য়াচের পয়েন্ট ভাগ করে নেওয়া হয়েছে। যা পয়েন্ট টেবিলের অঙ্কটা আরও জমিয়ে দিয়েছে। আজ ২৭ এপ্রিল রবিবার দিনের দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষর পটেলের দিল্লি। তারা ৮ ম্য়াচ খেলে ৬টি জিতে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। অন্য়দিকে রজত পাতিদারের নেতৃত্বে চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছে আরসিবিও। ৯ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ আজ দিল্লি যদি জেতে তবে গুজরাত টাইটান্সকে টেক্কা দিয়ে শীর্ষে চলে যেতে পারবে।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবির ২২ গজের লড়াই দেখা যাবে।
কোথায় খেলা হবে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবির দ্বৈরথ?
দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের ম্যাচ আয়োজিত হবে।
কখন শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবির লড়াই?
২৭ এপ্রিল, রবিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচ?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ।
দিল্লি ক্যাপিটালস চলতি মরশুমে অক্ষর পটেলের নেতৃত্বে খেলছে। এদিন নিজেদের ঘরের মাঠে খেলা দিল্লির। সেক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধে নিয়েই আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে তারা। ফাফ ডু প্লেসি না খেললেও অভিষেক পোড়েল ও করুণ নায়ার জুটি ওপেনিংয়ে খেলেছিলেন। তবে ফাফ ফিট হয়ে উঠেছেন। সেক্ষেত্রে তিনিই নামবেন অভিষেকের সঙ্গে। করুণ নায়ার তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন। বোলিং ডিপার্টমেন্টে কোনও বদলের সম্ভাবনা নেই। দুষ্মন্ত চামিরা ও মিচেল স্টার্ক পেস অ্য়াটাক সামলাবেন। সঙ্গে রয়েছেন মুকেশ কুমার। স্পিন বিভাগে কুলদীপ থাকবেন।
আরসিবি শিবিরে অবশ্য কোনও বদলের সম্ভাবনা নেই। অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে খেলানো হচ্ছে শেষ কয়েকটি ম্য়াচ ধরে। এই ম্য়াচেও ক্যারিবিয়ানকে একাদশে রেখেই দল সাজাবে টিম ম্য়ানেজমেন্ট।




















