IPL 2025 Final: ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রেয়স না রজত, কার ভাগ্যে শিকে ছিঁড়বে?
RCB vs PBKS: ২০০৯, ২০১১, ২০১৬ সালে আইপিএলের ফাইনালে উঠেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেঙ্গালুরুর ফ্র্য়াঞ্চাইজিটিকে। অন্য়দিকে ২০১৪ সালে একবার মাত্র ফাইনালে উঠেছিল পঞ্জাব কিংস।

আমদাবাদ: আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি ও পঞ্জাব কিংস। প্রথম কোয়ালিফায়ারে এই পঞ্জাবকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রজত পাতিদারের আরসিবি। ৯ বছর পর তারা ফাইনালে উঠেছে। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে দুশোর বেশি রান তাড়া করে গতকাল রবিবার ১ জুন বড় জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব। অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সমস্যা গল আগামীকাল ৩ জুন আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ২২ গজে বল গড়াবে তো? কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্য়াচের সময়।
মুম্বইয়ের বিরুদ্ধে রবিবার ম্য়াচের দিনও বৃষ্টি হয়েছে। ওভার সংখ্যা না কমালেও ২ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের। আর ফাইনালের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমদাবাদে। স্থানীয় আবহাওয়া সূত্র বলছে, ফাইনালের দিন ৬২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে। আর্দ্রতা ৪৫ শতাংশ। প্রায় ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি যদি নাও হয়, বারবার বৃষ্টি ম্য়াচে তাল কাটতে পারে।
কিন্তু যদি পুরো বৃষ্টিতে ম্য়াচ ভেস্তে যায়? কোয়ালিফায়ারের জন্য রিজার্ভ ডে ছিল না। বিসিসিআই অবশ্য আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। ৪ জুন ফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। তবে আগামীকাল দু ঘণ্টা অতিরিক্ত সময় যদিও পাওয়া যাবে। আর শেষ পর্যন্ত পাঁচ ওভারের ম্য়াচও করা যেতে পারে। কিন্তু যদি খেলা পরিত্যক্ত ঘোষণা হয়, সেক্ষেত্রে কে জিতবে ট্রফি? সেক্ষেত্রে নিয়ম বলছে লিগ পর্যায়ে যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল। সেই দলই ফাইনালে চ্যাম্পিয়ন ঘোষণা হবে।
লিগে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস শীর্ষে থেকে প্লে অফে উঠেছিল। অন্য়দিকে আরসিবি ছিল দ্বিতীয় স্থানে। প্রথম কোয়ালিফায়ারে বিরাটরা জয় ছিনিয়ে নিলেও এবার বৃষ্টি যদি আমদাবাদে তাল কাটে তবে কিন্তু শ্রেয়সরাই শেষ হাসি হাসবেন।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২ দলের কোনও দলই খেতাব জিততে পারেনি। এর আগে ২০০৯, ২০১১, ২০১৬ সালে আইপিএলের ফাইনালে উঠেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেঙ্গালুরুর ফ্র্য়াঞ্চাইজিটিকে। অন্য়দিকে ২০১৪ সালে একবার মাত্র ফাইনালে উঠেছিল পঞ্জাব কিংস। সেই ফাইনালে গৌতম গম্বীরের কেকেআরের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল পঞ্জাবকে। তবে এবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পঞ্জাব। বিরাটও চাইবেন তাঁর ক্যাবিনেটে আইপিএল ট্রফিকে শোভা দিতে।




















