PBKS vs RCB: আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ারে কখন, কোথায় মুখোমুখি হবে পঞ্জাব ও আরসিবি?
IPL 2025: লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল আরসিবি। প্রথম কেয়ালিফায়ার নিশ্চিত করেছে রজত পাতিদারের দল।

চণ্ডীগড়: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হতে চলেছে পঞ্জাব ও আরসিবি। মুম্বইকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেই লিগ পর্যায়ের খেলা শেষ করেছিল শ্রেয়াস আইয়ারের দল। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল আরসিবি। প্রথম কেয়ালিফায়ার নিশ্চিত করেছে রজত পাতিদারের দল।
কোথায় খেলা হবে পঞ্জাব কিংস বনাম আরসিবির দ্বৈরথ?
চণ্ডীগড়ের মহারাজা ইয়াদাভিন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুলানপুরে এই খেলা হবে
কখন শুরু হবে পঞ্জাব কিংস বনাম আরসিবির লড়াই?
২৯ মে, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন পঞ্জাব কিংস বনাম আরসিবির ম্যাচ?
আইপিএলে পঞ্জাব কিংস বনাম আরসিবির ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম আরসিবি ম্য়াচটি
পিচ ও পরিবেশ
এই মাঠে ১৭৩ হল গড় রান প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দলের। প্রথম ইনিংসে যাঁরা ব্য়াটিং করেছে সেই দলই, অর্থাৎ যাঁরা টার্গেট সেট করেছে সেই দলই জয় ছিনিয়ে নিয়েছে চারটি ম্য়াচের মধ্যে তিনটি ম্য়াচে।
পাঞ্জাব কিংস তাঁদের শেষ লিগ ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল দুর্দান্তভাবে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুটো দলের কোনও দলই চ্যাম্পিয়ন হতে পারেনি টুর্নামেন্টে। কিন্তু এবার দুটো দলই এতটাই ধারাবাহিক যে তাঁরা যে কোনও ম্য়াচে যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ জিতে নেওয়ার ক্ষমতা রাখেন। আগের ম্য়াচে আরসিবির জার্সিতে ফের অর্ধশতরান হাঁকিয়েছিলেন। টি-টোয়েন্টি, টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানো বিরাটের ব্যাট যে এখনও সমানভাবে সচল তার প্রমাণই মিলেছে বারবার।
অন্য়দিকে জাতীয় দলের জার্সিতে টেস্টে ইংল্যান্ড সফরেও ব্রাত্য হতে হয়েছে শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন গত এক মরশুমে। এমনকী আইপিএলেও পঞ্জাবকে কোয়ালিফায়ার ১ এ তুলেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। গতবার কেকেআর অধিনায়ক ছিলেন। নাইটরা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার পঞ্জাবকে এবার আইপিএল চ্যাম্পিয়ন করে শ্রেয়স সব বঞ্চনার জবাব দিতে মরিয়া।




















