KKR vs RR: নারাইনের জুতোয় পা গলিয়েছিলেন, মঈনকে দরাজ সার্টিফিকেট রাহানের
IPL 2025: গত ম্য়াচে ইডেনে স্পিন আক্রমণ একেবারেই কাজে আসেনি। আর রাজস্থানের বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে কেকেআর সেই স্পিন আক্রমণেই প্রতিপক্ষকে বধ করল।

গুয়াহাটি: প্রথম ম্যাচে তিনি খেলেননি। দ্বিতীয় ম্যাচেই একাদশে ঢুকে পড়লেন। তাও আবার কেকেআরের সর্বকালের সেরা বোলার সুনীল নারাইনের জুতোয় পা গলিয়ে। চাপ ছিল। কিন্তু অভিজ্ঞ মঈন সেই চাপকেই হাতিয়ার করলেন। আচমকা ঢুকে পড়লেন দলে। আর বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান করে ২ উইকেট তুলে নিলেন। গত ম্য়াচে ইডেনে স্পিন আক্রমণ একেবারেই কাজে আসেনি। আর রাজস্থানের বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে কেকেআর সেই স্পিন আক্রমণেই প্রতিপক্ষকে বধ করল। মঈনের পারফরম্য়ান্সে বেজায় খুশি কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।
দলের তারকা স্পিনার সুনীল নারাইন অসুস্থ ছিলেন। তার জন্যই হয়ত সুযোগটা চলে এসেছিল মঈনের কাছে। ম্য়াচের পর রাহনে বলছেন, ''আমরা প্রথম ছয় ওভার দারুণ বল করেছি। এমনকী মাঝের ওভারগুলোও খুব গুরুত্বপূর্ণ ছিল। মঈন সুযোগ পেয়েছিল। আর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। এটাই এমন একটা ফর্ম্য়াট, যেখানে যে কোনও প্লেয়ারকে আমরা অনেক বেশি স্বাধীনতা দেওযা উচিৎ। নিজেদের স্বভাবচরিত খেলাটাই খেলা উচিৎ। বোলিং ইউনিটের প্রশংসা করতেই হবে আমাকে। মঈন তার মধ্যে অসাধারণ ছিল।''
বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাট হাতে একেবারেই ভাল খেলতে পারেননি মঈন। রাহানে বলছেন, ''মঈন এর আগে ওপেন করেছে। কিন্তু তাও অনেক দিন আগে। তবে ওঁ একজন উন্নতমানের ক্রিকেটার। বল হাতে ওঁ যে কাজটা করে দিয়েছে, তার জন্যই আমি খুশি। প্রতিটা ম্য়াচ থেকেই আমরা শিখছি। আগামীতে ভাল কিছু ইনিংস মঈনের ব্যাট থেকেও দেখা যাবে বলে আশাবাদী সবাই।''
View this post on Instagram
বুধবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস বোর্ডে তুলে নিয়েছিল ১৫১ রান। তার পরিবর্তে কেকেআর ১৫ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মঈন আলি, বরুণ চক্রবর্তীরা বল হাতে কামাল দেখালে, ব্যাট হাতে একাই প্রতিপক্ষের খেলা শেষ করে দেন কুইন্টন ডি কক। ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মঈনের সঙ্গে ওপেনে নেমেছিলেন ডি কক। মঈন যদিও ৫ রান করেই রান আউট হয়ে যান। তবে ডি কককে থামানো যায়নি।




















