Venkatesh Iyer: ''দয়া করে কেকেআর ছাড়ো..'', নিজের করা পােস্টেই ট্রোলের শিকার বেঙ্কটেশ আইয়ার
KKR: দল হিসেবেও প্লে অফে এই মরশুমে জায়গা করে নিতে পারেনি কেকেআর। আট নম্বরে থেকে শেষ করেছে তারা টুর্নামেন্ট। আর দলের এই খারাপ পারফরম্য়ান্সের জন্য বেঙ্কটেশের দিকেই বারবার আঙুল তুলেছেন নাইট সমর্থকরা।

কলকাতা: গত মরশুমে দুর্দান্ত পারফরম্য়ান্স করার পর এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু নিলাম থেকেই সবাইকে চমকে দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর। শুধু তাইই নয়, রাহানেকে নেতৃত্বভার দেওয়ার পর বেঙ্কটেশকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু গোটা টুর্নামেন্টে কেকেআরের সবচেয়ে ফ্লপ প্লেয়ারটিই এই মরশুমে বেঙ্কটেশ আইয়ার। মধ্য়প্রদেশের অলরাউন্ডার ব্যাট হাতে এতটাই ব্যর্থ হয়েছেন যে শেষ কয়েকটি ম্য়াচে তাঁকে একাদশেই রাখা হয়নি। দল হিসেবেও প্লে অফে এই মরশুমে জায়গা করে নিতে পারেনি কেকেআর। আট নম্বরে থেকে শেষ করেছে তারা টুর্নামেন্ট। আর দলের এই খারাপ পারফরম্য়ান্সের জন্য বেঙ্কটেশের দিকেই বারবার আঙুল তুলেছেন নাইট সমর্থকরা। এবার সোশ্য়াল মিডিয়ায় নিজের পোস্টেই চূড়ান্ত ট্রোলের শিকার হলেন বেঙ্কটেশ।
এই মরশুম শেষ করার পর নিজের ইনস্টাগ্রামে ছবি দিয়ে পোস্ট করেছিলেন বেঙ্কটেশ। সেই পোস্টেই তিনি লিখেছিলেন, ''Hard season. Big hearts. Lessons we’ll carry forever''.. আর এই পোস্টের পরই এক সমর্থক লিখেছেন কমেন্টে, ''২৩.৭৫ কোটি টাকা পুরো নষ্ট। আপনিই কেকেআরের এই মরশুমে খারাপপারফরম্য়ান্সের সবচেয়ে বড় কারণ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরও এত বাজে পারফর্ম করেছে কেকেআর।''
আবার কেউ লিখেছেন, ''প্লিজ, দয়া করে আপনি কেকেআর ছাড়ুন।'' আরও একজন তো লিখেছেন, ''এই সুন্দর ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিন। আর কম প্রাইসট্যা নিয়ে ফিরে আসুন।'' যদিও অনেকেই আগামী মরশুমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বেঙ্কটেশকে।
এদিকে, চলতি মরশুমে নিজেদের শেষ ম্য়াচে সানরাইজার্সের বিরুদ্ধেও হেরে গিয়েছিল কেকেআর। ১১০ রানে হারের পর কেকেআর অধিনায়ক রাহানে বলেছিলেন, ''এই মরশুমটা আমাদের জন্য খুব একটা ভাল গেল না। অনেক ম্য়াচে জয়ের কাছে পৌঁছেও আমরা হেরে গিয়েছি। সেই ম্য়াচগুলো যদি জিততে পারতাম, তবে ফল কিন্তু অন্যরকমও হতে পারত। ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা একেবারেই ধারাবাহিকভাবে ভাল খেলতে পারিনি। তবে এই ফর্ম্য়াটে এমনটা হয়েই থাকে। তাই এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না আমরা।'' এদিকে, আগামী মরশুমে আদৌ বেঙ্কটেশকে রাখা হবে কি না দলে, তা নিয়ে সংশয় রয়েছে।




















