KKR vs RCB Live: ২২ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্য়াচ জিতে নিল আরসিবি, হার দিয়ে মরশুম শুরু নাইটদের
IPL 2025: যদিও বর্তমানে আকাশের মুখ ভার খানিকটা হলেও কমেছে। থেমেছে বৃষ্টিও। তবে ম্যাচ চলাকালীন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Background
কলকাতা: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন, মতান্তরে বিশ্বের সেরা টি-২- ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার অপেক্ষায় থাকেন সকল ক্রিকেটপ্রেমীরাই। এবারেও তাঁর অন্যথা হয়নি। উত্তেজনা পারদ তুঙ্গে, দুই দল প্রস্তুত। এবার শুধু ম্যাচ হওয়ার অপেক্ষা।
তবে এই ম্য়াচ আয়োজনকে ঘিরে যথেষ্ট অনিশ্চয়তাও রয়েছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন। বৃষ্টির জেরে গতকাল রাতেই কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যায়। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার সকাল থেকেও আকাশ পুরোপুরি মেঘলা। এদিন ভোরেও বৃষ্টি হয়েছে।
যদিও বর্তমানে আকাশের মুখ ভার খানিকটা হলেও কমেছে। থেমেছে বৃষ্টিও। তবে ম্যাচ চলাকালীন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইডেন গার্ডেন্সের মাঠ তৈরি ও পরিচর্যায় সেনাপতি যিনি, সেই সুজন মুখোপাধ্যায় যুদ্ধের জন্য প্রস্তুত। তাঁর ভরসা একশো বিশ্বস্ত সৈন্য। সঙ্গে প্রযুক্তি। ম্যাচ কিছুতেই বানচাল হতে দিতে চান না ইডেনের কিউরেটর। যিনি বোর্ডের পিচ কমিটির সদস্যও। এবার দেখার প্রকৃতির সঙ্গে হার না মানা এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে।
IPL 2025 Live Score: ৭ উইকেটে ম্য়াচ জিতল আরসিবি
২২ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে গেল আরসিবি। ৫৯ রান করে অপরাজিত থাকলেন বিরাট। তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত থাকলেন লিয়াম লিভিংস্টোন।
KKR vs RCB Live Score: অর্ধশতরান বিরাটের
৩০ বলে অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। অর্ধশতরান হাঁকানোর পথে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকালেন কিং কোহলি। কেকেআরের ম্য়াচ বাঁচানো আরও কঠিন হচ্ছে।




















