KKR vs RCB: ইডেনে শুরুতে ব্যাটিং কেকেআরের, বিরাটকে আটকাতে বরুণ, নারাইন ম্য়াজিকেই ভরসা রাহানের
IPL 2025: এদিন সকাল থেকে বৃষ্টি হলেও খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই আকাশ প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে এরকম পরিবেশে টস জিতলেই তো সোজা ফিল্ডিং নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

কলকাতা: বিগত কয়েকদিন সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ ছিল আবহাওয়া। আদৌ ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে কি না তা নিয়েই প্রশ্ন উঠছিল। যদিও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন যে খেলার মাঝেও যদি বৃষ্টি নামে, তা হলেও দ্রুত মাঠ শুকিয়ে যাবে। বর্তমানে ইডেনের জল নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভাল। এদিন সকাল থেকে বৃষ্টি হলেও খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই আকাশ প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে এরকম পরিবেশে টস জিতলেই তো সোজা ফিল্ডিং নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আরসিবির নতুন অধিনায়ক রজত পাতিদারও কোনও ভুল করলেন না। টস জিতলেন, আর সঙ্গে সঙ্গেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।
কেকেআর তাঁদের ব্যাটিং লাইন আপ সাজিয়েছে ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে সুনীল নারাইন। তিনে নামছেন অজিঙ্ক রাহানে। চারে বেঙ্কটেশ আইয়ার। দুটো দলই তিনটি ফাস্ট বোলার ও দুজন স্পিনারে তাঁদের আক্রমণভাগ সাজিয়েছে। কেকেআর যেমন বিরাট কোহলি, লিভিংস্টোন, সল্টদের আটকাতে সেই বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের ওপরই ভরসা রেখেছে। তেমনই আরসিবি শিবিরে বোলিং বিভাগকে নেতৃত্বে দেবেন অভিজ্ঞ জশ হ্যাজেলউড। নাইট শিবিরে পেস বিভাদে নতুন মুখ স্পেনশার জনস রয়েছেন। রয়েছেন হর্ষিত রানা ও বৈভব আরোরাও। মিডল অর্ডারে কেকেআরের ভরসা সেই রিঙ্কু সিংহ ও আন্দ্রে রাসেল।
আরসিবিও এবার তাঁদের দলে নিয়েছে সুয়াশ শর্মাকে। আগের বার কেকেআরে ছিলেন। এবার ইডেনেই প্রথম ম্য়াচ আরসিবির। তাই তাঁকে প্রথম একাদশেও নেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগে ফিল সল্ট ও বিরাট কোহলি প্রথমে ওপেনিংয়ে নামবেন।এরপর লিয়াম লিভিংস্টোন, রজত পাতিদাররা আসবেন।
উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান
প্রথমেই আঠারোতম আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানালেন শাহরুখ। এরপর বলেন, ''আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট।'' তবে এরপরই শাহরুখের সেই বিখ্যাত পাঠান ছবির সংলাপ যা গোটা ইডেনকে মাতোয়ারা করে দিল। তিনি বলেন, ''পার্টি পাঠান কে ঘর রাখোগে তো মেহমান নাওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়োগা অউর পাটাকে ভি লায়েগা।'' কলকাতায় পা রাখার পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় এই বার্তাটি দিয়েছিলেন শাহরুখ। এবার ইডেনেই হচ্ছে আইপিএলের উদ্বােধনী অনুষ্ঠান। সেই বিষয়টি মাথায় রেখেই হয়ত এই বার্তাটি সবাইকে দিতে চেয়েছেন কিং খান। আর শাহরুখ যেখানে উপস্থিত থাকবেন সেখানে যে কোন পার্টি যে আরও বেশি আলোকিত হয়ে উঠবে তা বলার অপেক্ষাই রাখে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
