LSG vs GT: ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢোকা লক্ষ্য পন্থদের
IPL 2025: শুরুর দিকে একটু ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে লখনউ। পাঁচটি ম্য়াচের মধ্যে তিনটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ শিবির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল তাঁরা।

লখনউ: শনিবার আইপিএলে ডাবল হেডার। অর্থাৎ আজ দুটো ম্য়াচ এই মেগা টুর্নামেন্টে। যার প্রথম ম্যাচেই হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স। নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে আজ ঋষভ পন্থের দল। শুরুর দিকে একটু ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে লখনউ। পাঁচটি ম্য়াচের মধ্যে তিনটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ শিবির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল তাঁরা। এরপর যদিও হায়দরাবাদ ও কলকাতার বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন পন্থরা।
লখনউ সুপারজায়ান্টসের ব্যাটিং ডিপার্টমেন্টে নিকেলাস পুরাণের ফর্ম ও বোলিং বিভাদে দ্বিগ্বেশ রাঠির ফর্ম পন্থদের প্রতি ম্য়াচেই প্রায় বাঁচিয়ে দিচ্ছে। যদিও আগের ম্য়াচে ওপেনার জুটি মিচেল মার্শ ও এইডেন মারক্রাম রান পেয়েছিলেন। তবে তাঁদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। পন্থ নিজে ব্যাট হাতে এখনও পর্যন্ত খুব একটা বড়সড় কিছু করতে পারেননি। উইকেটের পেছনেও কিছু ভুলভ্রান্ত রোজই করছেন। ২৭ কোটি টাকার ক্রিকেটার তিনি। প্রত্যাশার চাপ হয়ত পারফরম্য়ান্সেও খানিকটা প্রভাব ফেলছে। তবে শার্দুল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপদের পেস অ্য়াটাকের সঙ্গে রবি বিষ্ণােইয়ের স্পিনও প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলছে।
অন্য়দিকে গুজরাত শিবিরে ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। টপ অর্ডারে জস বাটলার ও সাই সুদর্শন তো প্রতিদিনই রান করছেন। গিল আগের ম্য়াচে রান পাননি। তবে তিনিও ছন্দেই আছেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শেফরান রাদারফোর্ড প্রতি ম্য়াচে ক্যামিও ইনিংস খেলছেন। লোয়ার অর্ডারে দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিচ্ছেন রোজ। পেস বিভাদে কাগিসো রাবাডার অভাব কিছুটা বোধ করছে গুজরাত শিবির। তবে লখনউয়ের পিচে রশিদ খান কার্যকরী ভূমিকা নিতে পারেন।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে লখনউ ও গুজরাতের মহারণে এগিয়ে গিলের দলই। মোট পাঁচবার নেমেছে দুই দল। তার মধ্য়ে একবার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। ৪ বার জিতেছে গুজরাত টাইটান্স শিবির। গত মরশুমে এই মাঠেই একমাত্র জয়টি পেয়েছিল গুজরাতের বিরুদ্ধে লখনউ শিবির। যেখানে ১৬৩ রান ডিফেন্ড করে জিতেছিল তারা। যদিও তখন অধিনায়ক ছিলেন কে এল রাহুল।
আরও পড়ুন: তিনি খেললেই কেকেআর জেতে, সেই মঈনই প্রশংসায় ভরালেন ২ রহস্য স্পিনারকে




















