IPL 2025: লখনউ শিবিরে ভাঙন? মেন্টর জাহিরের সঙ্গে কি মনোমালিন্য শুরু পন্থের?
Rishasbh Pat And Zaheer Khan: প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছিল লখনউ সুপারজায়ান্টসকে। কিন্তু দ্বিতীয় ম্য়াচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা।

লখনউ: লখনউ সুপারজায়ান্টসের শিবিরে কি কোনও সমস্যা? গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে লেগে গিয়েছিল দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার। এবার শোনা যাচ্ছে যে ঋষভ পন্থ অধিনায়ক হিসেবে আসার পরও নতুন সমস্যা দেখা গিয়েছে। তাঁর ব্যাটিং পজিশন নিয়ে। যা নিয়ে মনোমালিন্য হয়েছে মেন্টর জাহির খানের। পন্থের ব্যাটিং অর্ডার নিয়ে একেবারেই সন্তুষ্ট নন জাহির। আর এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন হরভজন সিংহ।
প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছিল লখনউ সুপারজায়ান্টসকে। কিন্তু দ্বিতীয় ম্য়াচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। অধিনায়ক হিসেবে চলতি মরশুমে জয়ের খাতা খুললেও ব্যাট হাতে একেবারেই রানের মধ্যে নেই পন্থ। প্রথম ম্য়াচে ৪ রান করার পর দ্বিতীয় ম্য়াচে মাত্র ১৫ রান করেছেন, তাও আার ১৫ বল খেলে। নিজের পছন্দের ব্যাটিং অর্ডারে খেলতে নেমেও রান পাচ্ছেন না বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। প্রাক্তন ভারতীয় অফস্পিনার সম্প্রতি এক ক্রিকেট শোয়ে বলেছেন, ''জাহির খান চাইছে পন্থকে ওপেনে খেলাতে। কিন্তু পন্থ নিজে ওপেনে খেলতে রাজি না। ও মিডল অর্ডারেই খেলতে চাইছে। মিডল অর্ডারে যদিও পন্থের ব্য়াটে রানও আসছে না। কিন্তু জাহির চাইছেন দলের সবচেয়ে সেরা প্লেয়ারকে বেশি বল খেলার সুযোগ দিতে।''




















