এবার প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি, পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। শেষে ফাইনালে খেলে পঞ্জাব ও আরসিবি। খেতাবি লড়াইয়ে ৬ রানে জিতে প্রথমবার ট্রফি ঘরে তোলে আরসিবি।
IPL 2025: আইপিএলে দলের জঘন্য পারফরম্যান্স, লখনউ শিবির থেকে ছেঁটে ফেলা হচ্ছে বিশ্বজয়ী জাহিরকে?
Zaheer Khan: বোলিং বিভাগে একমাত্র দ্বিগেশ রাঠি উজ্জ্বল ছিলেন। তিনি ১৪ উইকেট নিয়েছেন গোটা টুর্নামেন্টে। এছাড়া অন্য় স্পিনার রবি বিষ্ণোই ও বাকি পেসাররা সবাই অনেক রান খরচ করেছেন।

লখনউ: নিলাম থেকে সবচেয়ে দামি ক্রিকেটারকে দলে নিয়েছিল তারা। মেন্টর হিসেবে আনা হয়েছিল বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় পেসারকে। কিন্তু ফল ভাল হয়নি। গত আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ৬টি জয় ঝুলিতে পুরেছিল। সাত নম্বর স্থানে পয়েন্ট টেবিলে এবার শেষ করেছিল ঋষভ পন্থের দল। দলের এমন পারফরম্য়ান্সের পর এবার হয়ত নিজের চাকরি হারাতে চলেছেন জাহির খান। মেন্টর হিসেবে আইপিএল শুরুর আগেই লখনউ শিবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই মোহভঙ্গ হতে হল। ক্রিকবাজ সূত্রে খবর, জাহিরের চুক্তি বাড়ানোর বিষয়ে আর ভাবছে না ফ্র্য়াঞ্চাইজি। তাঁকে হয়ত বরখাস্ত করা হতে পারে।
টুর্নামেন্ট চলার সময়ই লখনউ শিবিরে নানারকম সমস্যার কথা উঠে এসেছিল। দলের অন্দরে ঝামেলা চলছে বলে খবর এসেছিল। পন্থ কেন ব্যাটিং অর্ডারে এত নীচের দিকে নামছেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী কোচ জাস্টিন ল্যঙ্গারের সঙ্গে নাকি জাহির খানেরও দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরো কোচিং প্য়ানেলকেই সরিয়ে দেওয়া হতে পারে বলেও শােনা যাচ্ছে।
নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি মূল্য়ে এবার ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। কিন্তু একেবারেই পারফর্ম করতে পারেননি তিনি। আরসিবির বিরুদ্ধে একমাত্র একটি ম্য়াচে অপরাজিত ১১৮ রান করেছিল। এছাড়া আর বলার মত কোনও স্কোর করতে পারেননি। দলের পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক পন্থ। ১৩ ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৪ স্ট্রাইক রেটে ২৬৯ রান করেছেন পন্থ।
View this post on Instagram
বোলিং বিভাগে একমাত্র দ্বিগেশ রাঠি উজ্জ্বল ছিলেন। তিনি ১৪ উইকেট নিয়েছেন গোটা টুর্নামেন্টে। এছাড়া অন্য় স্পিনার রবি বিষ্ণোই ও বাকি পেসাররা সবাই অনেক রান খরচ করেছেন। শার্দুল ঠাকুর ১০ ম্য়াচে ১৩ উইকেট নিলেও ওভার প্রতি ১১ রান করে খরচ করেছেন। আবেশ খান ১৩ উইকেট নিয়েছেন কিন্তু প্রচুর রান খরচ করেছেন।




















