Mohammed Shami: গম্ভীরের পর শামি, তারকা পেসারকে প্রাণে মারার হুমকি দিয়ে মেইলে, চাওয়া হল ১ কোটি
IPL 2025: চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলছেন তারকা ডানহাতি পেসার। একেবারেই ফর্মের ধারেকাছে নেই এই পেসার। মাত্র ৬ উইকেট নিয়েছেন।

হায়দরাবাদ: কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন এক তরুণ। এবার আইপিএলের মাঝেই খুনের হুমকি পেলেন মহম্মদ শামি। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলছেন তারকা ডানহাতি পেসার। একেবারেই ফর্মের ধারেকাছে নেই এই পেসার। এরমধ্যেই ১ কোটি টাকা চাওয়া হয়েছে শামির থেকে। টাকা যদি না দেন তাহলে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে মেইলে হুমকি দেওয়া হয়েছে শামিকে। সোমবার FIR দায়ের করা হয়েছে আমরোহা পুলিশ স্টেশনে। তদন্তে নেমেছে সেখানকার পুলিশ।
সূত্রের খবর, শামির ভাই হাসিব মহম্মদ প্রথম এই মেইলটি দেখেন। সেই মেইলটি এসেছে রাজপুত সিন্দার নামের এক বেঙ্গালুরু নিবাসী ব্যক্তির আইডি থেকে। পুলিশকে শামির ভাই জানিয়েছিলেন যে তারকা পেসারকে প্রথমে ৪ মে একটি মেইল পাঠানো হয়েছিল। এরপর ৫ মে সকালে আরও একটি মেইল পাঠানো হয়। সেখানেই ১ কোটি টাকা দাবি করা হয়।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত একেবারেই ছন্দে নেই সিনিয়র ভারতীয় পেসার। হায়দরাবাদের জার্সিতে এখনও পর্যন্ত মাত্র ৬ উইকেট ঝুলিতে পুরতে পেরেছেন তিনি। এর আগে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ভারতের বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। ৫ ম্য়াচে ঝুলিতে পুরেছিলেন ৯ উইকেট। দুবাইয়ে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন একাই।




















