MI vs DC: প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স, হেরে দৌড় শেষ দিল্লি ক্যাপিটালসের
IPL 2025: অক্ষরহীন দিল্লিকে ভরসা জোগাতে পারলেন না কেউই। শেষ পর্যন্ত ১৮১ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে ১২১ রানেই থামল দিল্লির ইনিংস।

মুম্বই: মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বাকি কফিনে শেষ পেরেক পোঁতার কাজটা নিঁখুতভাবে করলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। বুমরা, স্যান্টনারদের দাপুটে বোলিং পারফরম্য়ান্সের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ। অক্ষরহীন দিল্লিকে ভরসা জোগাতে পারলেন না কেউই। শেষ পর্যন্ত ১৮১ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে ১২১ রানেই থামল দিল্লির ইনিংস। ৫৯ রানে জিতে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স, হেরে দৌড় শেষ দিল্লি ক্যাপিটালসের।
১৮১ রানের লক্ষ্যমাত্রা। শুরু থেকেই একটা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল। কিন্তু সেটাই করে উঠতে পারল না দিল্লির ব্যাটিং লাইন আপ। ওপেনিংয়ে নেমেছিলেন এদিন কে এল রাহুল। সঙ্গে ছিলেন ফাফ ডু প্লেসি। অধিনায়ক হিসেবে এই মরশুমে প্রথমবার মাঠে নামলেন ডু প্লেসি। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হলেন। মাত্র ৬ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন দীপক চাহারের বলে আউট হয়ে। রাহুলও এদিন ব্যর্থ হলেন। ১১ রান করে ফিরলেন বোল্টের শিকার হয়ে। তিন নম্বরে নামা অভিষেক পোড়েলও এদিন ব্যর্থ হলেন। বাংলার তরুণ প্লেয়ারের স্পিনারদের সামনে ব্যর্থতার ছবিটা আরও পরিষ্কার হল এদিন। মিচেল স্য়ান্টনারের বলে স্টাম্প আউট হয়ে গেলেন। সমীর রিজভি ও বিপরাজ নিগম মিলে এরপর দলের স্কোরবোর্ড সচল রাখার কাজ করছিলেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ৩৫ বলে ৩৯ রান করে আউট হলেন সমীর রিজভি। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ১১ বলে ২০ রান করে ফিরলেন বিপরাজ নিগম। রোহিত শর্মার কাছে একবার জীবনদান পেলেও তা কাজে লাগাতে পারলেন না বিপরাজ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এবার একাধিক ম্য়াচে স্মরণীয় ইনিংস উপহার দেওয়া আশুতোষ শর্মাও এদিন রান পেলেন না। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ১৬ বলে ১৮ রান করে ফিরে গেলেন। লোয়ার অর্ডারের উইকেট পরে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। ১৮.২ ওভারেই পুরো ইনিংস গুটিয়ে যায় দিল্লির।
মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের মধ্য়ে এদিন মিচেল স্যান্টনার ও জসপ্রীত বুমরা দুজনেই তিনটি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস, করণ শর্মা ও দীপক চাহার।
আরও পড়ুন: বারবার বিতর্কের কেন্দ্রে তিনি, এবার দ্বিগেশ রাঠিকে কড়া আক্রমণ শিখরের




















