IPL 2025: বারবার বিতর্কের কেন্দ্রে তিনি, এবার দ্বিগেশ রাঠিকে কড়া আক্রমণ শিখরের
Shikhar Dhawan On Digvesh Rathi: পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে ও মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে আউট করার পর এপ্রিলের শুরুর দিকে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাঠি।

মুম্বই: আইপিএলে বারবার বিতর্কের জন্ম দিয়েছেন। প্রথমবার মেগা টুর্নামেন্টে খেলতে নেমেই তিনি শিরোনামে উঠে এসেছেন বারবার। নোটবুক সেলিব্রেশনের জন্য আর্থিক জরিমানা তো হয়েইছে। এমনকী সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচে অভিষেক শর্মার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে এবার এক ম্য়াচ নির্বাসিতও হতে হয়েছে। অনেকেই দ্বিগেশের এই সেলিব্রেশনের সমালোচনা করেছেন। অনেকেই মনে করছেন যে এটা ব্যাটারদের অপমানিত করছেন বারবার দ্বিগেশ। এবার লখনউ স্পিনারের সমালোচনা শিখর ধবনের গলায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার মনে করেন যে রাঠির প্রত্যেক প্লেয়ারকে সম্মান করা উচিৎ।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ধবন লিখেছেন, ''কখনও কখনও কঠিনভাবে কোনও কিছু শিক্ষা পাওয়াও সঠিক শিক্ষা হয়ে থাকে। আশা করি এটাই রাঠির কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। নিজের আগ্রাসনের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিৎ। একইসঙ্গে মাঠের সব প্লেয়ারকে সম্মান জানানো উচিৎ।''
পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে ও মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে আউট করার পর এপ্রিলের শুরুর দিকে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাঠি। এরপর অভিষেক শর্মার বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন দ্বিগেশ। এছাড়ও ম্য়াচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছিল তাঁর।
উল্লেখ্য, গত বছর নিলাম থেকে দ্বিগেশকে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে দলে নিয়েছিল লখনউ সুপারজায়ন্টস। রবি বিষ্ণোই এবার অফফর্মে থাকলেও তাঁর অভাব বোধ করতে দেননি দ্বিগেশ। বল হাতে প্রত্যেক ম্য়াচে ভেল্কি দেখিয়েছেন। ১২ ম্য়াচে এখনও পর্যন্ত ১৪ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। তবে আগামী ২২ মে গুজরাত টাইটান্স ম্যাচে লখনউ পাবে না দ্বিগেশকে।
রাঠির পরিবর্ত হিসেবে লখনউ আগামী ম্য়াচে খেলাতে পারে শাহবাদ আহমেদকে। আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর আগে আরসিবি ও সানরাইজার্সের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার অলরাউন্ডার। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে অবদান রাখতে পারেন। লখনউয়ের জন্য় প্লে অফের দরজা বন্ধ হয়ে গিয়েছে এবারের মত। সানরাইজার্সের বিরুদ্ধে হারের পরই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। পন্থের দলের জন্য এই মরশুমটা একেবারেই ভাল গেল না। অধিনায়ক হিসেবে পন্থও ব্যর্থ। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে এবার দলে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু ব্যাট হাতেও চলতি মরশুমে কোনও নজরকাড়া পারফরম্য়ান্স নেই বাঁহাতি উইকেট কিপার ব্যাটারের।
আরও পড়ুন: রুটদের দেশে যাওয়ার আগেই গম্ভীর বাহিনীকে সতর্ক করে দিলেন গিলদের প্রাক্তন ব্যাটিং কোচ




















