IPL 2025: 'নেটে এই ধরণের শট প্রচুর প্র্যাক্টিস করেছি', পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে কী বলছেন প্রভসিমরন?
Prabhsimran Singh: নিজে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ৩৪ বলে ৬৯ রানের ইনিংসে প্রভসিমরন সিংহের দর্শনীয় কিছু শট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে।

লখনউ: আইপিএলে পাঞ্জাব কিংসের অশ্বমেধের ঘোড়া ছুটছেই। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস শিবির। সেই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন উইকেটকিপার ব্যাটার প্রভসিমরন সিং। নিজে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ৩৪ বলে ৬৯ রানের ইনিংসে প্রভসিমরন সিংহের দর্শনীয় কিছু শট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে।
রান তাড়া করতে নেমে অর্ধশতরানের ইনিংস হাঁকান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারও। নেহাল ওয়াধেরাও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ম্যাচের শেষে প্রভসিমরন বলেন, "আমাদের দলের কোচ রিকি পন্টিং একজন কিংবদন্তি। ওনার ত্তত্বাবধানে আমরা অনুশীলন করছি। প্রথমদিন থেকেই নিজেদের লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল। পন্টিংয়ের কোচিংয়ে ব্যাটিংয়েও অনেক উন্নতি করতে পেরেছি। ম্যাচে যে ধরণের শট খেলেছি, সেগুলো আমি প্রায়শই নেটে প্র্যাক্টিস করে থাকি। ফলে ম্যাচে খেলা অনেক সহজ হয়ে যায় আমার পক্ষে। এই ফর্ম্য়াটে ভাল পারফর্ম করে দেশের জার্সিতে খেলতে চাই। ওটাই আমার লক্ষ্য।"
প্রথমে ব্যাট করতে নেমে ম্য়াচে ৩ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ৩৫ রান তুলেছিল লখনউ একটা সময়। সেখান থেকে নিকোলাস পুরাণের ৩০ বলে ৪৪ ও আয়ুশ বাদোনির ৩৩ বলে ৪১ রানের ইনিংসের ওপর ভর করে ১৭১/৭ বোর্ডে তুলে নেয় লখনউ সুপারজায়ান্টস। ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনংস খেলে আবদুল সামাদ। পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিংহ।
১৭২ রানের লক্ষ্য খুব একটা কঠিন না হলেও, খুব একটা সহজও ছিল না। তবে লখনউ সুপার জায়ান্টসকে দুরমুশ করে পাঞ্জাব কিংস হেসেখেলে ম্যাচ জিতে নিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন প্রভসিমরণ। তবে গত ম্যাচে নজরকাড়া প্রিয়াংশ এদিন খুব বেশি রান করতে পারেননি। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই তাঁকে মাত্র আট রানে সাজঘরে ফেরান দিগবেশ রাঠি। কিন্তু প্রভসিমরণ থামেননি। পাওয়ার প্লেতেই তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৬২ রান তুলে ফেলে পাঞ্জাব। দেখতে দেখতে ২৩ বলে দুরন্ত গতিতে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন প্রভসিমরণ। এছাড়া ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন নেহাল ওয়াধেরা। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও চারটি ছক্কায়। অপরপ্রান্তে শ্রেয়সও নিজের মেজাজে ব্যাটিং করে দলের জয় সুনিশ্চিত করেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাচ জেতে পাঞ্জাব।




















