PBKS vs LSG Live: অর্শদীপের ৩ শিকার, আয়ুশের লড়াই ব্যর্থ, লখনউকে ৩৭ রানে হারিয়ে দিল পঞ্জাব
IPL 2025: আজ আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস। দেখুন লাইভ স্কোর এক ক্লিকেই - - -

Background
আইপিএলে প্লে অফের দৌড়ে এখনও পর্যন্ত সবার আগে রয়েছে আরসিবি। তারা ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। কিন্তু খাতায় কলমে এখনও যদিও প্লে অফের টিকিট এখনও নিশ্চিত হয়নি। আজ প্লে অফের দৌড় থাকার লড়াইয়ে আরও দুটো দল আমনে সামনে হতে চলেছে। তারা হল পঞ্জাব কিংস ও লখনউ সুপারজায়ান্টস। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরে চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব শিবির। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ সুপারজায়ান্টস। দুটো দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ।
চলতি টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের নেতত্বে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছে পঞ্জাব কিংস। চণ্ডীগড়ের লড়াইয়ে ২ টো ম্য়াচেই জিতে নিয়েছিল পঞ্জাব। এখনও পর্যন্ত ১৩ ম্য়াচ খেলেছে পঞ্জাব ২০২৩ সাল থেকে এই মাঠে। কিন্তু জয় এসেছে মাত্র পাঁচ ম্য়াচে।
PBKS vs LSG: জয় পঞ্জাবের
৩৭ রানে লখনউ সুপারজায়ান্টসকে হারিয়ে দিল পঞ্জাব কিংস।
PBKS vs LSG Live: ১১ ওভারে লখনউয়ের স্কোর ৭৯/৫
আউট হয়ে গেলেন ডেভিড মিলারও। ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৭৯ রান তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।




















