IPL 2025: প্লে অফের দৌড় থাকার কঠিন চ্যালেঞ্জ, আজ কখন, কোথায় দেখবেন পঞ্জাব বনাম লখনউ দ্বৈরথ?
PBKS vs LSG: তারা হল পঞ্জাব কিংস ও লখনউ সুপারজায়ান্টস। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরে চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব শিবির।

ধরমশালা: আইপিএলে প্লে অফের দৌড়ে এখনও পর্যন্ত সবার আগে রয়েছে আরসিবি। তারা ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। কিন্তু খাতায় কলমে এখনও যদিও প্লে অফের টিকিট এখনও নিশ্চিত হয়নি। আজ প্লে অফের দৌড় থাকার লড়াইয়ে আরও দুটো দল আমনে সামনে হতে চলেছে। তারা হল পঞ্জাব কিংস ও লখনউ সুপারজায়ান্টস। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরে চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব শিবির। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ সুপারজায়ান্টস। দুটো দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ।
View this post on Instagram
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ রবিবারের দ্বিতীয় ম্য়াচে পঞ্জাব কিংসের সঙ্গে লখনউ সুপারজায়ান্টসের ম্য়াচ দেখা যাবে ২২ গজে।
কোথায় খেলা হবে লথখনউ সুপারজায়ান্টস বনাম পঞ্জাব কিংসের দ্বৈরথ?
পঞ্জাব কিংসের ঘরের মাঠ ধরমশালায় আজ লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের দল।
কখন শুরু হবে পঞ্জাব কিংস বনাম লখনউ সুপারজায়ান্টস লড়াই?
২৬ এপ্রিল, শনিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম লখনউ ম্য়াচ।
হেড-টু-হেড
দুটো দলের মুখোমুখি সাক্ষাতে কেউ খুব একটা এগিয়ে নেই। এখনও পর্যন্ত মোট পাঁচবারের সাক্ষাতে ২ বার জিতেছে পঞ্জাব ও একবার জিতেছে লখনউ।
View this post on Instagram




















