RR vs GT Live: বৈভবের শতরান, জয়সওয়ালের অর্ধশতরান, গুজরাতকে হারাল রাজস্থান
IPL 2025: আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে রিয়ান পরাগের দলের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স

Background
আইপিএলে আজ দুই ইংরেজের মুখোমুখি মহারণ। আগে ২ জনই রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) খেলতেন। কিন্তু চলতি মরশুম শুরুর আগে জস বাটলারকে ছেড়ে দেয় রয়্যালস শিবির। জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চারের বিরুদ্ধে আজ ২২ গজে উল্টোদিকে খেলতে নামবেন বাটলার। হ্যাঁ, আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটো দল দুটো গোলার্ধে অবস্থান করছে। গুজরাত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস চলতি মরশুমের পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে। আজ দুটো দল কখন, কোথায় খেলবে নামবে একে অপরের বিরুদ্ধে তা একবার দেখে নেওয়া যাক - - - -
এবারের আইপিএলে এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালস ৯টি ম্য়াচ খেলে মাত্র ৪ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে। দুটো ম্য়াচই জিততে পেরেছে রিয়ান পরাগ বাহিনী। সঞ্জু স্যামসনের চোট শিবিরে চিন্তা বাড়িয়েছে। প্রতি ম্য়াচেই একেবারে শেষ সীমানায় গিয়ে ম্য়াচ খোয়াতে হচ্ছে। দলের ভেতরেও দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। রিয়ান পরাগের নেতৃত্ব নিয়েও নাকি অনেকেই খুশি নন। তার মধ্য়ে মিডল অর্ডারে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুডে়েলের পারফরম্য়ান্স নিয়েও প্রশ্ন উঠছে।
জয়পুরের যে পিচে খেলা হবে, সেখানে রান করা অত সহজ নয়। ব্যাটার ও বোলারদের লড়াই নিঃসন্দেহে দেখতে পাওয়া যাবে এই মাঠে। তবে প্রথমে ব্যাটিং করতে নামবে ১৭০-১৯০ এর মধ্যে রান বোর্ডে তুললে কিছুটা অ্য়াডভান্টেজ পাওযা যাবে। এখনও পর্যন্ত গুজরাত ও রাজস্থান পরস্পরের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে শুভমন গিলের দল। সাতবারের মধ্যে ৬ বারই জিতে নিয়েছে তারা। ১ বার মাত্র জয় পেয়েছে রাজস্থান।
RR vs GT Live Score: গুজরাতকে হারাল রাজস্থান
৭০ রান করে অপরাজিত থাকলেন জয়সওয়াল। ১৫ বলে ৩২ রানে নট আউট থাকলেন রিয়ান পরাগ। ৮ উইকেটে গুজরাতকে হারিয়ে দিল রাজস্থান।
RR vs GT Live: আউট বৈভব
প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১০১ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকালেন।




















