RR vs GT: দুই ইংরেজের আজ মুখোমুখি লড়াই আইপিএলে, কখন, কোথায় দেখবেন রাজস্থান-গুজরাত মহারণ?
IPL 2025: আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটো দল দুটো গোলার্ধে অবস্থান করছে। গুজরাত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

জয়পুর: আইপিএলে আজ দুই ইংরেজের মুখোমুখি মহারণ। আগে ২ জনই রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) খেলতেন। কিন্তু চলতি মরশুম শুরুর আগে জস বাটলারকে ছেড়ে দেয় রয়্যালস শিবির। জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চারের বিরুদ্ধে আজ ২২ গজে উল্টোদিকে খেলতে নামবেন বাটলার। হ্যাঁ, আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটো দল দুটো গোলার্ধে অবস্থান করছে। গুজরাত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস চলতি মরশুমের পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে। আজ দুটো দল কখন, কোথায় খেলবে নামবে একে অপরের বিরুদ্ধে তা একবার দেখে নেওয়া যাক - - - -
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে শুভমন গিলের গুজরাত টাইটান্স।
কোথায় খেলা হবে রাজস্থান বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?
রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের মধ্যে আজকের ম্যাচটি রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু হবে রাজস্থান বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?
আজ সোমবার, ২৮ এপ্রিল আইপিএলে রাজস্থান বনাম গুজরাতের ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে।
কোথায় দেখবেন রাজস্থান বনাম গুজরাত ম্যাচ?
রাজস্থান বনাম গুজরাত ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালস ৯টি ম্য়াচ খেলে মাত্র ৪ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে। দুটো ম্য়াচই জিততে পেরেছে রিয়ান পরাগ বাহিনী। সঞ্জু স্যামসনের চোট শিবিরে চিন্তা বাড়িয়েছে। প্রতি ম্য়াচেই একেবারে শেষ সীমানায় গিয়ে ম্য়াচ খোয়াতে হচ্ছে। দলের ভেতরেও দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। রিয়ান পরাগের নেতৃত্ব নিয়েও নাকি অনেকেই খুশি নন। তার মধ্য়ে মিডল অর্ডারে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুডে়েলের পারফরম্য়ান্স নিয়েও প্রশ্ন উঠছে। আজ গুজরাত টাইটান্সের জস বাটলার রাজস্থানের সবচেয়ে বড় বাধা হতে পারে। আগে এই রাজস্থান শিবিরের সদস্য ছিলেন বাটলার। তাঁকে ছেড়ে দেওযার পর ব্যাটিং লাইন আপের দুর্বলতা পরিষ্কার হয়ে গিয়েছে রাজস্থান শিবিরের। ফর্মে থাকা বাটলারও চাইবেন পুরনো দলের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে।
আরও পড়ুন: হেনস্থার শিকার হতে হতে বেঁচেছিলেন, ধোনির সঙ্গে প্রথম দেখার অভিজ্ঞতা ভাগ করলেন গুলকি




















