RR vs GT: 'বিস্ময় কিশোর' বৈভবের দুরন্ত শতরান, গুজরাতকে ৮ উইকেটে হারাল রাজস্থান
IPL 2025: রেকর্ড গড়ে শতরান পূরণ করলেন বিহারের ১৪ বছরের বৈভব। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকালেন এই কিশোর ব্যাটার।

জয়পুর: 'বিস্ময় কিশোর' বৈভব সূর্যবংশীর দুরন্ত শতরান, গুজরাতকে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। রেকর্ড গড়ে শতরান পূরণ করলেন বিহারের ১৪ বছরের বৈভব। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকালেন এই কিশোর ব্যাটার। যখন আউট হলেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১০১ রান। ৩৮ বছরের এই ইনিংসটিই রাজস্থানের জয়ের ভিত গড়ে দেয়। সঙ্গে ৭০ রানের অপরাজিত ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল।
২১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এমনিতেই পয়েন্ট টেবিলের যা হাল রাজস্থানের তাতে বাদবাকি ম্যাচগুলো জিতলেও প্লে অফের টিকিট পাওয়া অনিশ্চিতই বলা চলে। তবুও একটা মরিয়া চেষ্টা ছিল। সেইজন্যই শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেছিলেন জয়সওয়াল ও বৈভব। বিশেষ করে ১৪ বছরের কিশোরের মারমুখি ইনিংসের সামনে এদিন কোনও গুজরাত বোলারই রক্ষা পেলেন না। মাত্র ১৭ বলে অর্ধশতরান পূরণ। এরপর ৩৫ বলে শতরান। ক্রিস গেলের রেকর্ড একটুর জন্য অক্ষত থেকে গেল। বৈভব ফিরে যাওয়ার পরও ম্যাচে ১ উইকেট হারিয়েছিল রাজস্থান। কিন্তু তাতে দলের জয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ওপেনিংয়ে সাই সুদর্শনের সঙ্গে নেমেছিলেন গিল। বাটলার গুজরাত শিবিরে যোগ দেওয়ার পর তিন নম্বরে নামছেন। এতে দলের ব্যাটিং ভারসাম্যও ঠিক থাকছে। অন্য ম্য়াচে সুদর্শন চালিয়ে খেললেও এদিন শুরু থেকেই গিল ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ওপেনিং জুটিতে দুজনে মিলে বোর্ডে ১০ ওভারে ৯৩ রান যোগ করেন। গুজরাত শিবিরে প্রথম আঘাত হানেন থিকসানা। ৩০ বলে ৩৯ রান করে আউট হন সুদর্শন। চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। এরপর বাটলার ও গিল মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনেই এরপর চালিয়ে খেলা শুরু করেন। তুয়ার পাণ্ডেকে বসিয়ে রাজস্থান এদিন খেলিয়েছিল যুধভির সিংহকে। কিন্তু নিজের ৩ ওভারে ৩৮ রান খরচ করলেও এদিন কোনও উইকেট পেলেন না তিনি। গিল তো বেশ কয়েকবার মাঠের বাইরেও ফেললেন তাঁকে। বাটলার আবার স্পিন আক্রমণেোর বিরুদ্ধে বেশি মারমুখি ছিলেন। হাসারাঙ্গাকে এক ওভারে ২৪ রান দিলেন। দলের ১৬৩ রানের মাথায় গিল ফেরেন থিকসানার বলে ক্যাচ আউট হয়ে। ৫০ বলে ৮৪ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। গিল ফেরার পর ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াটিয়াও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে বাটলার উল্টোদিকে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটা করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫০ রান করে অপরাজিত থেকে যান তারকা উইকেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান বাটলার।




















