IPL 2025: আগেই ছিটকে গিয়েছে কেকেআর, নাইটদের পুরনো রেকর্ডে এবার ভাগ বসাতে পারে আরসিবি
RCB vs PBKS: চলতি মরশুমে অ্য়াওয়ে ম্য়াচে আটবার খেলতে নেমে আটবারই জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে খেলতে নামবে আরসিবি।

বেঙ্গালুরু: পঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ারে ৮ উইকেটে জিতে এবারের আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে আরসিবি (RCB vs PBKS)। চলতি মরশুমে নিজেদের ঘরের মাঠে সেভাবে জ্বলে উঠতে না পারলেও অ্য়াওয়ে ম্য়াচে বারবার প্রতিপক্ষ শিবিরকে পর্যদুস্ত করেছে রজত পাতিদারের দল। পঞ্জাবকে হারানোর সঙ্গে সঙ্গে সেই তালিকায় আরও একটি সংখ্যা যুক্ত হয়েছে। এবার কেকেআরের সর্বাধিক অ্য়াওয়ে ম্য়াচ জেতার রেকর্ডেও ভাগ বসাতে পারে আরসিবি। তার জন্য আর মাত্র ১টি ম্য়াচে জিততে হবে বিরাটদের।
চলতি মরশুমে অ্য়াওয়ে ম্য়াচে আটবার খেলতে নেমে আটবারই জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে খেলতে নামবে আরসিবি। সেই ম্য়াচ জিততে পারলেই কেকেআরকে ছুঁয়ে ফেলবে তারা। ২০১৪ সালে কেকেআর গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ১০টি অ্য়াওয়ে ম্য়াচের ৯টি জিতেছিল নাইটরা।
এদিকে গত মরশুমে কেকেআরের জার্সিতে ফাইনালে উঠেছিলেন। যদিও তিনি খেলতে পারেননি ফাইনাল, তবুও কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার নিজেই অর্ধশতরান হাঁকিয়ে আরসিবিকে ফাইনালে তুললেন। ফিল সল্ট বলছেন, ''এটা আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আমি জানি একটু হলেই আমাদের এই আনন্দ মাটি হয়ে যেতে পারত, যদি ম্য়াচটা হেরে যেতাম। কিন্তু আমরা সরাসরি ফাইনালে উঠতে পেরেছি। এটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আমি শুধু চেয়েছিলাম যে অর্শদীপের বলে আউট হব না। লিগের ম্য়াচে দুবারই অর্শদীপ আমাকে আউট করেছিল। তাও আবার দু রকমভাবে। তাই এবার ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে অর্শদীপ আমার উইকেট না নেয়।''
View this post on Instagram
গত মরশুমে কেকেআরের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওপেনিংয়ে নেমে। নারাইনের সঙ্গে জুটি বেঁধে প্রায় সব ম্য়াচেই লম্বা পার্টনারশিপ গড়েছিলেন। যদিও এই মরশুমের আগে আচমকাই সল্টকে ছেড়ে দেয় নাইট ম্য়ানেজমেন্ট। আর নিলামের টেবিল থেকে ১১.৫০ কোটি টাকা দিয়ে সল্টকে দলে নিয়ে নেয় আরসিবি। রজত বলছেন, ''সল্টের ব্যাটিং নিয়ে বলার কিছু নেই আলাদা করে। আমি ওর বড় ভক্ত। ডাগ আউটে বসে ওর ব্যাটিং দেখাটা রীতিমত চোখের শান্তি বলা যায়।" সল্ট তাঁর ইনিংসে ছয়টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন।




















