IPL 2025: হায়দরাবাদের বিরুদ্ধে হার, তবুও প্রথম দুইয়ে থেকেই লিগ শেষ করতে পারে আরসিবি
RCB Point: এই মুহূর্তে গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাঁদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। অন্যদিকে পাঞ্জাব ও আরসিবি দুটো দলেরই ১৭ পয়েন্ট ঝুলিতে।

বেঙ্গালুরু: শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের হোম ম্যাচে হেরে যেতে হয়েছে আরসিবিকে। প্লে অফের টিকিট নিশ্চিত করলেও এই হারের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে এসেছে রজত পাতিদারের দল। পাঞ্জাব কিংস উঠে এসেছে দুই নম্বর স্থানে। কিন্তু এখনও কিন্তু আরসিবি প্রথম দুইয়ে থেকেই লিগ পর্যায়ের খেলা শেষ করতে পারে। কিন্তু কীভাবে?
এই মুহূর্তে গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাঁদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। অন্যদিকে পাঞ্জাব ও আরসিবি দুটো দলেরই ১৭ পয়েন্ট ঝুলিতে। শুধু রান রেটের নিরিখে এগিয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের দল। আরসিবির লিগে শেষ ম্য়াচ আগামী ২৭ মে। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবেন বিরাটরা। সেই ম্য়াচ যদি তাঁরা জিতে যান তবে ১৯ পয়েন্টে থেকে শেষ করবে আরসিবি।
অন্য়দিকে শুধু আরসিবি তাঁদের শেষ ম্য়াচ জিতলেই হবে না, বাকি ম্য়াচের ফলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। গুজরাত টাইটান্স তাদের শেষ ম্য়াচে যদি হেরে যায়, সেক্ষেত্রেও আরসিবি গুজরাতকে টেক্কা দিয়ে দিতে পারে পয়েন্ট টেবিলে।
আবার পাঞ্জাব কিংসকে তাদের বাকি দুটো ম্য়াচেই হারতে হবে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধএ দুটো ম্য়াচ রয়েছে শ্রেয়সদের। সেই দুটো ম্য়াচ তারা হারলে প্রথম দুইয়ে থাকা আরসিবির নিশ্চিত হয়ে যাবে। তবে সমীকরণ যাই হোক না কেন, চাপ কিন্তু থাকবেই বিরাট বাহিনীর ওপর।
সানরাইজার্সের বিরুদ্ধে রজত পাতিদার অধিনায়ক ছিলেন না। জিতেশ শর্মা নেতৃত্বভার সামলেছিলেন। এদিন রজত পাতিদার ব্যাটিং করলেও, ফিল্ডিং করেননি। রজতের চোট রয়েছে বলেই খবর। তিনি ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলায় দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পান জিতেশ। ম্যাচ শেষে তাঁকেই বলতে শোনা গেল পরাজিত হয়েই ভালই হয়েছে, এটা নাকি ভাল ইঙ্গিতও বটে। ম্যাচের পর জিতেশ বলেন, 'আমার মতে আমরা ২০-৩০ রান বাড়তি করতে দিয়েছি। তবে ওরা খুবই ভাল খেলেছে। ওদের আক্রমণের কোনও উত্তর ছিল না আমার কাছে। আমরা ছন্দে ছিলাম না। শুরুর দিকে সেভাবে খেলতেও পারছিলাম না। আমরা শেষের দিকে অবশ্য ভাল বোলিং করেছি। এই ম্যাচ হেরে ভালই হয়েছে। অনেক সময় পরাজয়ও ইতিবাচক হয়, কারণ তখন আমরা ভুলত্রুটিগুলি দেখে তা নিয়ে পর্যালোচনা করতে পারি। এই পরাজয়ে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছি, তবে থামব না, এগিয়ে যাব আমরা।'




















