RCB vs RR: ২২ গজে আজ ফের বিরাট-আর্চার ডুয়েল, কখন, কোথায় দেখবেন আরসিবি-রাজস্থান দ্বৈরথ?
IPL 2025: অন্য়দিকে বল হাতেও সাফল্য পেয়েছেন প্রতি ম্য়াচেই জোফ্রা আর্চা। কিন্তু দুজনের দুই দলের পরিস্থিতি একেবারে ভিন্ন মেরুতে। আরসিবি এই বছর দারুণ খেলছে টুর্নামেন্টের শুরু থেকেই।

বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2025) আজ ফের একবার বিরাট কোহলি (Virat Kohli) ও জোফ্রা আর্চার (Jofra Archer) দ্বৈরথ। বিশ্ব ক্রিকেটের ব্যাটে-বলের সেরা ২ ক্রিকেটারের মহারণ। দুজনেই চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন। ব্যাট হাতে রান করছেন বিরাট। অন্য়দিকে বল হাতেও সাফল্য পেয়েছেন প্রতি ম্য়াচেই জোফ্রা আর্চা। কিন্তু দুজনের দুই দলের পরিস্থিতি একেবারে ভিন্ন মেরুতে। আরসিবি এই বছর দারুণ খেলছে টুর্নামেন্টের শুরু থেকেই। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। তারা আট ম্য়াচ খেলে পাঁচটিতেই জয় ছিনিয়ে নিয়েছে। আজকের ম্য়াচ জিতলেই প্রথম দুইয়ে চলে আসার কথা রান রেটের বিচারে দিল্লিকে টেক্কা দিয়ে। অন্য়দিকে রাজস্থান এখনও পর্যন্ত আট ম্য়াচ খেলে মাত্র ২টাে ম্য়াচে জিততে পেরেছ। শেষ দুটো ম্য়াচ তাদের শেষ ওভারে জেতা ম্য়াচ খোয়াতে হয়েছে। যা কিছুটা আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে দলের। পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে রাজস্থান।
View this post on Instagram
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রজত পাতিদারের আরসিবি
কোথায় খেলা হবে রাজস্থান বনাম আরসিবি আইপিএলের ম্যাচটি?
রাজস্থান রয়্যালস বনাম আরসিবির মধ্যে আজকের ম্যাচটি আরসিবির ঘরের মাঠ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে
কখন শুরু হবে রাজস্থান বনাম আরসিবির আইপিএলের ম্যাচটি?
আজ রবিবার, ২৪ এপ্রিল আইপিএলে রাজস্থান বনাম আরসিবির ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে
কোথায় দেখবেন রাজস্থান বনাম আরসিবি ম্যাচ?
রাজস্থান বনাম আরসিবি ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
আইপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। আটটি ম্য়াচে খেলতে নেমে ৬টি ম্য়াচ জিতে ঝুলিতে ১২ পয়েন্ট পুরে নিয়েছে গুজরাত। শেষ ম্য়াচে ইডেনে কেকেআরের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিল শুভমন গিলের দল। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: নীরজের প্রস্তাব প্রত্যাখান, ভারতে খেলতে আসতে কি ভয় পাচ্ছেন আর্শাদ?




















