RR vs LSG: চোট কতটা গুরুতর? আজ কি লখনউয়ের বিরুদ্ধে খেলবেন স্যামসন?
IPL 2025: দলের পারফরম্য়ান্সে কোনও বদল আসেনি। এখনও পর্যন্ত মাত্র ২টো ম্য়াচই জিততে পেরেছে রাজস্থান শিবির। তার মধ্যে দিল্লি ম্য়াচে পাওয়া স্যামসনের চোট ফের চিন্তা বাড়িয়েছিল দলের।

জয়পুর: ব্যাটে-বলে শক্তিশালী দল। কিন্তু তবুও রাজস্থান রয়্য়ালস শিবির এই মরশুমে একেবারেই দলগত পারফরম্য়ান্সে নজর কাড়তে পারছে না। টুর্নামেন্টে যখন রাজস্থান অভিযান শুরু করেছিল তখন সঞ্জু স্যামসন শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলছিলেন। প্রথম তিন ম্য়াচ পর রিয়ান পরাগের পরিবর্তে ফের অধিনায়ক হিসেবে দলে ফেরেন স্যামসন। কিন্তু শেষ ম্য়াচে ফের চোট পেয়েছিলেন ডানহাতি উইকেট কিপার ব্যাটার। কিন্তু দলের পারফরম্য়ান্সে কোনও বদল আসেনি। এখনও পর্যন্ত মাত্র ২টো ম্য়াচই জিততে পেরেছে রাজস্থান শিবির। তার মধ্যে দিল্লি ম্য়াচে পাওয়া স্যামসনের চোট ফের চিন্তা বাড়িয়েছিল দলের। সাত ম্য়াচে ৪ পয়েন্ট ঝুলিতে পুরে নেওয়া রাজস্থান আজ নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। স্যামসনকে কি ফিট হিসেবে পাবে দল?
রাজস্থান রয়্যালসের হেডকোচ রাহুল দ্রাবিড় বিবৃতিতে জানিয়েছেন যে স্যামসনের এখনও স্ক্যান রিপোর্ট আসেনি। সেক্ষেত্রে স্যামসনকে ছাড়াই হয়ত লখনউয়ের বিরুদ্ধে দল সাজাতে পারে টিম ম্য়ানেজমেন্ট। কারণ ম্য়াচের আগে পর্যন্ত স্য়ামসনের দলে থাকার বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। যদি স্যামসন না খেলেন, সেক্ষেত্রে হয়ত রিয়ান পরাগকেই ফের রাজস্থানের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
এদিকে, স্যামসন খেলতে না পারলে বিকল্প কে? শুভম দুবে, কুণাল সিংহ রাঠৌররা আছেন। পরাগ কিংবা নীতীশ রানাও ইনিংস ওপেন করতে পারেন। এমনকী, ধ্রুব জুরেলকে দিয়ে ওপেন করানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রাজস্থানের হাতে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী রয়েছে। তবে এখনও পরীক্ষিত নয় বৈভব। যে ম্যাচের ওপর দলের প্লে অফ ভাগ্য নির্ভর করে রয়েছে, সেই ম্যাচে সরাসরি বৈভবকে নামিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে।
View this post on Instagram
অন্যদিকে, লখনউ মরশুম শুরু করেছিল আকাশ দীপ, ময়ঙ্ক যাদব, আবেশ খানদের ছাড়াই। চোটে কাবু ছিলেন তিনজনই। পাশাপাশি চোটের জন্য মহসিন খান টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। তাঁর পরিবর্তে দলে এসে অবশ্য শার্দুল ঠাকুর নজর কেড়েছেন। চোট সারিয়ে আকাশ দীপ, আবেশ খানরা ফিরেছেন। ময়ঙ্কও ফিট। ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে লখনউ। আর একটা ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ১০ পয়েন্টে।




















